লন্ডনের ওভাল স্টেডিয়ামে চলছে ভারত ও ইংল্যান্ডেরমধ্যেকার টেস্ট সিরিজের সর্বশেষ ম্যাচ। সিরিজে ইতিমিধ্যেই ২-১ এগিয়ে রয়েছে ইংল্যান্ড। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার আরো ৩২৪রান । ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন যশস্বী ( ১১৮রান )। ১৩.৫ ওভারে ৫০রান করে ইতিমধ্যেই একটি উইকেট হারিয়েছে অলিভ পোপের দল। জ্যাক ক্রলির উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। বর্তমানে ক্রিজে রয়েছেন বেন ডাকেট।
শনিবারের মতো লন্ডনে রবিবারের আকাশ রৌদ্রকরোজ্জ্বল থাকবেনা। সকালের দিকে আবহাওয়ায় কিছুটা শুষ্ক এবং গুমোট ভাব থাকলেও। বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারা দিনই আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। তাপমাত্রা ১৬-২৪ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। সকালের দিকের শুষ্ক আবহাওয়ায় সুবিধা পেতে পারেন ভারতীয় বোলাররা। এই সময়তেই সিরাজ , কৃষ্ণ , আকাশদীপদের বেশিরভাগ উইকেটগুলিকে সংগ্রহ করার চেষ্টা করতে হবে। রবিবারে ভারতের বোলিংয়ের উপরই নির্ভর করবে এই সিরিজের ভাগ্য। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় ৪০-৫০ শতাংশ। তবে ম্যাচের শেষ দিন অর্থাৎ সোমবার কোনো বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা নেই।
Comments :0