india vs england test series

ওল্ড ট্র্যাফোর্ডের দ্বিতীয় দিনেও বৃষ্টির আশঙ্কা

খেলা

বৃহস্পতিবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের দ্বিতীয় দিনেও দেখা মিলতে পারে বৃষ্টির। প্রথম দিনের শেষে ৪উইকেট হারিয়ে বর্তমানে ২৬৪রানে রয়েছে ভারত।  ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা ( ১৯রান ) এবং শার্দুল ঠাকুর ( ১৯রান )। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ ( ভারতীয় সময় ৩:৩০ ) র সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকতে পারে প্রায় ১৬ থেকে ২১ডিগ্রি সেলসিয়াসের মতন। তবে লাঞ্চের পর কিছুটা রৌদ্রকরোজ্জল পরিবেশ  দেখা যেতে পারে। ম্যানচেস্টারের এই পিচে ইতিহাসে কোনো দলই প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে জয়লাভ করেনি। তবে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস এই ট্রেন্ডটি ভাঙতে বদ্ধপরিকর। পরের দিকে এই পিচে হালকা টার্নের সম্ভাবনা থাকায় স্পিনার লিয়াম ডসনের উপরই গুরুদায়িত্ব থাকবে উইকেট নেওয়ার ক্ষেত্রে। প্রত্যাবর্তনের এই ম্যাচে বৃহস্পতিবার কঠিন লড়াই অপেক্ষা করে আছে ভারতের জন্য।

Comments :0

Login to leave a comment