রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপাতপক্ষে একটি নিয়মরক্ষার ম্যাচ হলেও। সেমিফাইনালের প্রতিপক্ষ নির্ধারণের ক্ষেত্রে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিতরা জিতলে সেমিতে তাদের প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু হেরে গেলে অথবা ড্র করলে ভারতের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। তবে প্রাক্তন ক্রিকেটার সম্বরণ ব্যানার্জি জানিয়েছেন যে তিনি সেমিতে অজিদেরকে ভারতের প্রতিপক্ষ হিসেবে চাইছেন না । উইনিং কম্বিনেশন না ভাঙতে চাননা গৌতম ও রোহিত। সেক্ষেত্রে প্রথম এগারোয় কোনো পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি। শামির পরিবর্তে অর্শদ্বিপকে খেলানোর ভাবনা থাকলেও এই ম্যাচে সেই ঝুঁকি নিতে চাইবেননা গম্ভীর। অন্যদিকে কিউইরাও যোগ্য দল হিসেবেই সেমিতে জায়গা করে নিয়েছে। মিচেল স্যান্টনারের নেতৃত্বে নিউজিল্যান্ড বাংলাদেশ ও পাকিস্তানকে আধিপত্য নিয়েই হারিয়েছে। তবে রবিবার তাদের আসল পরীক্ষা ।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ - রোহিত, গিল , বিরাট, শ্রেয়াস, অক্ষর, রাহুল, হার্দিক, জাদেজা, হর্ষিত রানা, অর্শদ্বীপ এবং কুলদীপ।
নিউজিল্যান্ডের সম্ভাব্য প্রথম একাদশ - উইল ইয়ং, কনওয়ে, কেন উইলিয়ামসন, রচিন রবীন্দ্র, লাথাম ,গ্লেন ফিলিপস, ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার , ম্যাট হেনরি, কাইল জেমিসন এবং উইলিয়াম রৌরকে।
Comments :0