World Boxing Championship 2025

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের জ্যাসমিন ও নুপুর

খেলা

শনিবার লিভারপুলে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়াগ করে নিলেন ভারতের দুই বক্সার জ্যাসমিন লম্বরিয়া ও নুপুর শেওরান। ৫৭কেজির বিভাগে ভেনেজুয়েলার ওমালিনকে ৫-০ ব্যবধানে ছিটকে দেন জ্যাসমিন। ফাইনালে তার প্রতিপক্ষ প্যারিস অলিম্পিকের ব্রোঞ্জ পদক জয়ী জুলিয়া সজরেমেতা। ৮০কেজির বিভাগে একই ব্যবধানে নুপুর জয় পেলেন তুর্কির দুজতাস সেইমার বিরুদ্ধে। রবিবার নুপুর নামবেন পোল্যান্ডের আগাতার বিরুদ্ধে। ইংল্যান্ডের অনূর্দ্ধ  ১৯ বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার এলিসকে ৪৮কেজির বিভাগে ৫-০ ব্যবধানে পর্যদুস্ত করলেন  মীনাক্ষী হুডা। নুপুর , জ্যাসমিনের সঙ্গে সঙ্গে মীনাক্ষীর কাছেও সুযোগ রয়েছে ভারতে পদক নিয়ে আসার। ২০২৩ সালের বিশ্ব বক্সিংয়ে ব্রোঞ্জ পদক জয়ী মঙ্গোলিয়ার লুতসেইখানির বিরুদ্ধে নামবেন মীনাক্ষী। মহিলাদের বিভাগের মতো পুরুষদের বিভাগে ভারতের ফলাফল খুবই হতাশাজনক এই প্রতিযোগিতায়। বিশ্ব চ্যাম্পিয়ন কাজাখিস্তানের সানজার তাসেনেকাবেইয়ের কাছে হেরে গেলে ভারতের জাদুমনি সিং ৫০কেজির বিভাগে। জাদুমনির প্রস্থানের সঙ্গে সঙ্গেই এই প্রতিযোগিতায় পুরুষদের বিভাগ কোনো পদক না জিতেই শেষ করল তাদের যাত্রা। ২০১৩ -র পর থেকে এই প্রতিযোগিতায় পুরুষদের বিভাগ কোনো পদক জিততে পারেনি।  

Comments :0

Login to leave a comment