পরীক্ষার ১১৭ দিন পর রাজ্য ইঞ্জিনিয়ারিং জয়েন্টের ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। ফলাফলের চূড়ান্ত ‘অ্যানসার কি‘ প্রকাশ করা হয়েছে শুক্রবার। জয়েন্টের ফল প্রকাশের দাবিতে দীর্ঘ আন্দোলন চলেছে রাজ্যে।
গোড়ায় ৭ আগস্ট ফল প্রকাশের দিন নির্ধারিত ছিল। কিন্তু কলকাতা হাইকোর্টে জানায় যে আদালতের অন্য অনগ্রসর অংশ বা ওবিসি সংক্রান্ত রায়ের সঙ্গে সাযুজ্য না রেখেই ওই তালিকা প্রকাশিত হয়েছে। বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দেন যে চিহ্নিত ৬৬টি অংশের জন্য ৭ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রেখে জয়েন্টের তালিকা প্রকাশ করতে হবে। ২০১০-র আগে এই অংশগুলিকে চিহ্নিত করেছিল পশ্চিমবঙ্গ অনগ্রসর অংশ উন্নয়ন কমিশন। বস্তুত তৃণমূল রাজ্যের সরকারের আসীন হওয়ার পর ওবিসি শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মবিধি না মানার অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে। তার জেরেই আদালত ওবিসি সংক্রান্ত নির্দেশ দিয়েছিল। (ফল দেখা যাবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের লিঙ্কে https://wbjeeb.nic.in)
রাজ্য জয়েন্টে প্রথম হয়েছেন কলকাতার ডন বস্কো স্কুলের অনিরুদ্ধ চক্রবর্তী। দ্বিতীয় নদীয়ার কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস। তৃতীয় কলকাতার রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু।
এবার পরীক্ষা হয় ২৭ এপ্রিল। মোট পরীক্ষার্থী ছিল ১ লক্ষ ১ হাজার ৬৪৩ জন। ফল প্রকাশে দেরির কারণে ছাত্রছাত্রীরা সমস্যায় পড়বেন। কারণ সিলেবাস এবং পরীক্ষা নির্দিষ্ট সময়েই শেষ করতে হবে। ছাত্র সংগঠন এসএফআই বারবার জয়েন্টের ফল প্রকাশের দাবিতে রাস্তায় নেমেছে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুভেচ্ছা বার্তায় বলেছেন যে আইনি জটিলতার কারণে অন্যান্যবারের তুলনায় ফল প্রকাশে দেরি হয়েছে। প্রতিকূলতাকে জয় করার বার্তাও তিনি দিয়েছেন ঠিকই। কিন্তু ১৭ শতাংশ সংরক্ষণের অবকাশ রেখে বাকি নাম প্রকাশ করার পক্ষে সওয়াল করেছে রাজ্যের বিভিন্ন অংশ। ফল প্রকাশে দেরির কারণে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সমস্যায় ঠেলে দেওয়ার জন্য রাজ্য সরকারকেই দায়ী করা হয়েছে।
WBJEE Result
প্রায় চার মাসের মাথায় ফল প্রকাশ রাজ্য জয়েন্টের

×
Comments :0