ভ্রমণ — মুক্তধারা, বর্ষ ৩
আমতা আমতা করে হামতা...
অভীক চ্যাটার্জী
বৃষ্টির সোদা গন্ধ, গগনচুম্বী মহীরূহ আর সর্পিল পথ ধরে আমাদের ক্যারাভান এগিয়ে চলেছে চিকা ক্যাম্প সাইটের উদ্দেশ্যে। আঁকা বাঁকা পথ যেন আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে তার পাশে গজিয়ে ওঠা অসংখ্য গুলমলতা। পাইনের বন ধীরে ধীরে জড়িয়ে ধরছে আমাদের। আমরা একটু একটু করে একাত্ম হয়ে যাচ্ছি এই ইকোসিস্টেমে। চমৎকৃত হচ্ছি পলে পলে। শব্দ হারাচ্ছি এই অনির্বচনীয় সৌন্দর্যকে কথার বাঁধনে বাঁধার নিষ্ফল চেষ্টায়। ক্লান্তি যেন লম্বা ছুটিতে গেছে ক্লান্ত করার বিফল চেষ্টা করার পর। আমরা হেঁটে চলেছি পাথর মাটি মেশানো সুড়ি পথ ধরে চিকার দিকে।
কিছু এগোনোর পর হঠাৎ পথের পাশে পড়ল এক বিশাল হিমালয়ান শকুনের দল। তারা তাদের আনন্দে সময় কাটাচ্ছিল, কিন্তু আমাদের মুহুর্মুহু ছবির তোলার ঠেলায় তারা পড়ি কি মরি করে বিশাল ডানা মেলে পগারপার! মানুষের ধর্মই এই। না থাকে নিজে শান্তিতে, না থাকতে দেয় কাউকে থাকতে শান্তিতে। যাই হোক, আবার এগিয়ে চললাম আমরা।
এবার বন শেষ হয়ে উপত্যকা শুরু হলো। সবুজ দিগন্ত বিস্তৃত ঘাসে ঢাকা উপত্যকা। মাঝে মাঝে ছুটে চলেছে নাম না জানা খরস্রোতা পাহাড়ি নদী। ফুলের গন্ধে মৌমাছি উড়ে বেড়াচ্ছে। আমরা বুক ভরে টেনে নিচ্ছি ফুলের গন্ধে মাখা বিশুদ্ধ অক্সিজেন। কানে আসছে কোনো মেষপালকের বাজানো বাঁশিতে বিষন্ন সুর। এই পরিবেশে এর চেয়ে ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়তো আর কিছুই হতে পারত না।
চলবে
মন্তব্যসমূহ :0