দীর্ঘদিনের আন্দোলনের পর অবশেষে জয় পেলেন শ্রমিকরা। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বোনাসের দাবিতে জলপাইগুড়ি জেলার হিমঘর শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এবং হিমঘর মালিক সমিতির মধ্যে অনুষ্ঠিত এক যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মঙ্গলবার ময়নাগুড়ি কোল্ড স্টোরেজে অনুষ্ঠিত এই বৈঠকে শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করা হয়।
সিদ্ধান্ত অনুসারে, হিমঘরে লোডিং-আনলোডিংয়ের কাজে সরাসরি যুক্ত শ্রমিকরা পাবেন ৫,০০০ টাকা করে পুজো বোনাস। এছাড়া, আলু বাছাইয়ের মতো অন্যান্য কাজে যুক্ত শ্রমিকদের জন্য বোনাস ধার্য হয়েছে ৪,৫০০ টাকা। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সব হিমঘরে এই বোনাস দেওয়া শুরু হবে।
এই ঘোষণার পর থেকেই শ্রমিকদের মধ্যে আনন্দের জোয়ার এসেছে। তাঁরা এই সাফল্যকে তাঁদের দীর্ঘ আন্দোলনের নৈতিক জয় হিসেবে দেখছেন। পশ্চিমবঙ্গ হিমঘর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের জেলা সম্পাদক সন্তোষ রায় এই বিষয়ে জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য তাঁদের লড়াই ভবিষ্যতেও জারি থাকবে।
Jalpaiguri Cold Storage
দীর্ঘ আন্দোলনে জয় , বোনাস পবেন হিমঘর শ্রমিকরা
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0