বি আর আম্বেদকরের প্রতি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি শহরের বুকে মিছিল ও অমিত শাহের কুশপুতুল জ্বালিয়ে ধিক্কার জানাযলো বামপন্থীরা। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়।
সুবোধ সেন ভবন ডি বি সি রোডের সামনে থেকে মিছিল বের হয়ে থানা মোড়, মার্চেন্ট রোড, কামার পাড়া, উকিল পাড়া ঘুরে কদমতলা মোরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র, সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলী সদস্য কৌশিক ভট্টাচার্য, জেলা নেতা বিপুল সান্যাল, আরএস
পি নেতা প্রকাশ রায়, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি গোবিন্দ রায়, সিপিআই নেতা রাহুল হোর, সিপিআই-এমএল’র প্রদীপ গোস্বামী সহ অন্যান্য বাম নেতৃবৃন্দ।
মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন দেশের সংবিধানকে পরিবর্তন করতে চাইছে আরএসএস নিয়ন্ত্রণাধীন বিজেপি। এরা মনুবাদে বিশ্বাসী, এরা মুখে দলিতের কথা বললেও আসলে এরা ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষকে সব সময় পদদলিত রাখতে চায়। আমরা চাই ধর্মান্ধ নীতিতে বিশ্বাসী আরএসএস বিজেপির বিরুদ্ধে দেশের সমস্ত খেটে খাওয়া অংশের মানুষকে একত্রিত হয়ে লড়াই করতে হবে। বামপন্থীরা সে লড়াইয়ে শামিল।
শীতের কামড় উপেক্ষা করে প্রতিবাদ মিছিলে ছিলেন অসংখ্য বামপন্থী ছাত্র যুব মহিলা শ্রমিক কৃষকসহ বিভিন্ন অংশের মানুষ।
Jalpaiguri Rally
সংবিধান বদলের চেষ্টা ঠেকানোর ডাকে মিছিল জলপাইগুড়িতে
×
Comments :0