এবার অর্থ পাচার মামলাতেও জামিন পেলেন সাংবাদিক সিদ্দিকি কাপ্পান। শুক্রবার এলাহাবাদ হাইকোর্টে জামিন পেয়েছেন কাপ্পান। দু’বছর আগে উত্তর প্রদেশের হাথরসে এক দলিত যুবতীকে ধর্ষণ করে মৃত্যু ঘটনায় খবর করতে গিয়েছিলেন কাপ্পান। যোগী আদিত্যনাথ সরকার তাঁকে দু’বছর জেলে বন্দি করে রেখেছে। সুপ্রিম কোর্টে জামিন মেলার পরও তিন মাস কাপ্পানকে বন্দি করে রেখেছে উত্তর প্রদেশের বিজেপি সরকার।
এর আগে সন্ত্রাসের অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয় ইউএপিএ’তে। সেই মামলায় আগেই জামিন পেয়েছিলেন কাপ্পান। কেরালার একটি সংবাদমাধ্যমের পক্ষে দিল্লিতে কর্মরত ছিলেন তিনি।
৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট সব মামলায় জামিন দেয় তাঁকে। এ মাসে লক্ষ্ণৌয়ের একটি আদালত তাঁর বিরুদ্ধে অর্থ পাচার রোধ আইন বা পিএমএলএ’র বিভিন্ন ধারায় চার্জ গঠন করে। তাঁর সঙ্গে আরও ছয়জনকে অভিযুক্ত করা হয় এই মামলায়।
কাপ্পানের পক্ষে হাইকোর্টে এই পদক্ষেপ চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টে আবেদন দায়ের হয়েছিল। এধিন সেই আবেদন গৃহীত হয়েছে।
Comments :0