Indian Premiere League

রুদ্ধশ্বাস ম্যাচে জয় কেকেআরের

খেলা

KKR vs RR ছবি সৌজন্য - কলকাতা নাইট রাইডার্স অফিসিয়াল ফেসবুক পেজ

ইডেনে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসকে হারাল কেকেআর । ফের এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ইডেন। ১ রানে জয়ী হল রাহানের দল। প্রথমে ব্যাট করে ২০৬ রান করেছিল নাইট রাইডার্স। নাইটদের হয়ে ব্যাটিংয়ের নায়ক আন্দ্রে রাসেল। ২৫ বলে ৫৭ করেন এই ক্যারিবিয়ান।৩১ বলে ৪৪ করেন রঘুবংশী। থিক্সানা, রিয়ান পরাগ, জোফ্রা আর্চাররা উইকেট নেন রাজস্থানের হয়ে। রান তাড়া করতে নেমে নাইটদের বোলিং দাপটে দিশেহারা লাগছিল রাজস্থানকে। মইন আলি , বৈভব , হর্ষিতরা দুর্ধর্ষ বোলিংয়ের স্পেল দেখাচ্ছিলেন। ৪৫ বলে ৯৫ করে রিয়ান পরাগ কিছুটা লড়াইয়ে রাখলেও আউট হন হর্ষিতের বলে। শেষের দিকে ম্যাচ জমিয়ে দুবে। শেষ ওভারে বাউন্ডারি ও ওভারবাউন্ডারির দাপটে ম্যাচ হারতে বসেছিল কলকাতা। তবে শেষ বলে ৩ রান দরকার ছিল। শেষ বলে একরান নেওয়ার পর আর্চারকে রান আউট করেন বৈভব। ১ রানে জিতল কলকাতা। ধ্রুব জুরেল ও হাসারঙ্গাকে পর পর আউট করেন বরুণ চক্রবর্তী। ম্যাচ জিতে ষষ্ঠ সাথে স্থানে উঠে ১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে প্লে অফের আশা জিইয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স।

Comments :0

Login to leave a comment