Karnataka assembly elections

কর্নাটকে ঘোষণাপত্রে বিভাজনে ভরসা বিজেপি'র

জাতীয়

Karnataka assembly elections


সেই অভিন্ন দেওয়ানি বিধিতে ভরসা রাখল বিজেপি। কর্নাটকের নির্বাচনে বিভাজনের এই দাওয়াই রাখা হলো সংকল্প পত্রে। 

সোমবার দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডা বেঙ্গালুরুতে দলের ঘোষণা পত্র প্রকাশ করেন।

 কর্নাটকে ভোট ১০ মে সরকারি বিজেপি তবে বিজেপির হাল মোটেও সুবিধার নয়। এ রাজ্যে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের অন্যতম হাতিয়ার দুর্নীতি। 

বিরোধী কংগ্রেস এবং জেডিএস এক সুরে সোচ্চার চল্লিশ শতাংশ গভর্মেন্টের বিরুদ্ধে রাজ্যে ঠিকাদাররা রাস্তায় নেমে প্রতিবাদ করে বলেছিলেন বরাতের ৪০ শতাংশ ঘুষ না দিলে কোন কাজ হয় না। 

ঘোষণাপত্রে যদিও কারখানা উৎপাদন ক্ষেত্রে ১০ লক্ষ কাজের কথাও বলা হয়েছে। তবে দেশের পরিপ্রেক্ষিতে বিজেপি মোটেও নিশ্চিত নয় কাজ বা উন্নয়নের প্রতিশ্রুতি কতটা আনবে। সেই কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধর্মীয় বিভাজনের প্রচারে মশগুল। 


এদিন ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী বাসব রাজ বোম্মাই, বিজেপির প্রবীণ নেতা বিএস ইয়েদুরাপ্পাও। 

ঘোষণাপত্রে বিভাজনের অংকেই রাখা হয়েছে এনআরসির প্রতিশ্রুতি বলা হয়েছে অবৈধ অভিবাসীদের হটাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আর অভিন্ন দেওয়ানি বিধির রূপায়নে গড়া হবে উচ্চ পর্যায়ের কমিটি। 

বিয়ের মতো ব্যক্তিগত বিষয়ে দেশে সব অংশের অভিন্ন বিধি চালুর প্রচার আসলে মুসলিমদের লক্ষ্য করে। মুসলিম জনসংখ্যা বৃদ্ধির মিথ্যা প্রচার মিলিয়ে দেওয়া হয়। যদিও দশ বছর আগের জনগণনায় দেখা গিয়েছিল মুসলিম জনসংখ্যার বৃদ্ধি কমেছে দ্রুততম হারে।

Comments :0

Login to leave a comment