CPI(M) POLITBUREAU STATEMENT ON MANISH SISODIA

মনীশ সিসোদিয়াকে গ্রেপ্তারের তীব্র নিন্দা পলিটব্যুরোর

জাতীয়

CPIM AAPMANISH SISODIA BENGALI NEWS

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার গ্রেপ্তারির তীব্র নিন্দা জানাল সিপিআই(এম) পলিট ব্যুরো। সোমবার এক প্রেস বিবৃতিতে পলিট ব্যুরো বলেছে, বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে নিশানা করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করছে কেন্দ্রের বিজেপি সরকার। সিসোদিয়ার গ্রেপ্তারি এই প্রক্রিয়ারই অংশ।

পলিটব্যুরো আরও বলেছে, অ-বিজেপি শক্তি পরিচালিত সরকার রয়েছে এমন রাজ্যেগুলিতে অস্থিরতা তৈরিতে সচেষ্ট কেন্দ্রের বিজেপি সরকার। সেই রাজ্যগুলিতে নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়,তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। গণতান্ত্রিক ভাবে নির্বাচনে জিততে ব্যর্থ হয়ে বিরোধীদের উপর এই কায়দায় আক্রমণ চালায় বিজেপি। ভারতের গণতান্ত্রিক ভিত্তিকে দুর্বল করা হচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিরোদীদের বিরুদ্ধে ব্যবহার করে। 

পলিট ব্যুরো বলেছে, সম্প্রতি আদানি গোষ্ঠীর সঙ্গে কেন্দ্রের ক্ষমতাসীন দল এবং প্রধানমন্ত্রীর সম্পর্ক নিয়ে দেশজুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই দিক থেকে নজর ঘোরাতেই বিরোধী নেতৃত্বকে নিশানা করা হচ্ছে। 

Comments :0

Login to leave a comment