এনসিইআরটি’র অষ্টম শ্রেণির সমাজ বিজ্ঞানের পাঠ্য বইয়ে বাদ রাজিয়া সুলতানা এবং নুর জাহানও। উল্লেখই রাখা হয়নি এই দুই ঐতিহাসিক চরিত্রের।
কেন্দ্রে বিজেপি সরকারের সক্রিয়তায় ধর্মের নিরিখে বিষয়বস্তু বাছা হচ্ছে। বাদ দেওয়া হচ্ছে ঐতিহাসিক কারণে গুরুত্বপূর্ণ চরিত্র।
রাজিয়া সুলতানা দিল্লির শাসনে প্রথম এবং একমাত্র মহিলা শাসক। ১২৩৬ থেকে ১২৪০ খ্রীস্টাব্দে দিল্লির মসনদে আসীন ছিলেন তিনি। নিজের নামের পরে ‘সুলতান’ উপাধি ব্যবহার করতেন তিনি।
ইতিহাসবিদদের মতে মুঘল শাসনে প্রভাবশালী চরিত্র নুর জাহান। রাজিয়া সুলতানা এবং নুর জাহান সম্পর্কে সপ্তম শ্রেণির ইতিহাস বই ‘আওয়ার পাস্ট’-এ লেখা ছিল। দিল্লির সুলতানি শাসন এবং মুঘল সাম্রাজ্য সম্পর্কে দু’টি আলাদা অধ্যায় ছিল। সেগুলি পুরো বাদ দেওয়া হয়েছে। এই বিষয়গুলি অষ্টম শ্রেণিতে যুক্ত করা হলেও এই দুই নারী চরিত্রকে বাদ দেওয়া হয়েছে পুরোপুরি।
এনসিইআরটি’র অষ্টম শ্রেণির পাঠ্য ‘এক্সপ্লোরিং সোসাইটি: ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড’ নতুন বই। দিল্লির সুলতানি শাসন, মুঘল শাসন, মারাঠা এবং ঔপনিবেশিক যুগ সম্পর্কে জানানো হয়েছে সেই বইয়ে। তা নিয়েও বিতর্ক তীব্র। শাসকের চরিত্র বিশ্লেষণ করা হয়েছে ধর্মের নিরিখে। ইতিহাসবিদ ইরফান হাবিব এই প্রসঙ্গেই বলেছেন, ‘ইতিহাস সম্পূর্ণ নির্ভর করে তথ্যের ওপর, ধর্মের ওপর নয়’।
NCERT Razia Sultana
এনসিইআরটি’র ইতিহাস বইয়ে বাদ রাজিয়া সুলতানা, নুর জাহানও

×
Comments :0