সমাজকর্মী সোনম ওয়াঙচুককে অপরাধী প্রমাণ করতে নেমে পড়ল কেন্দ্রের বিজেপি সরকার। লাদাখে তীব্র আন্দোলনের পরপরই নামানো হয়েছে সিবিআই-কে।
জানা গিয়েছে যে কেন্দ্রীয় সংস্থা সিবিআই ওয়াঙচুকের বিরুদ্ধে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন ভাঙার অভিযোগের তদন্তে নেমেছে।
বুধবার লাদাখে সংবিধানের ষষ্ঠ তফসিল এবং পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে আন্দোলন তীব্র চেহারা নেয়। ২০১৯-এ কেন্দ্র জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করে পূর্ণ রাজ্যের মর্যাদা কেড়ে নেয়। জম্মু ও কাশ্মীরকে ভেঙে লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে।
লাদাখের আদিবাসী প্রধান জনতা দীর্ঘদিন ধরেই এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। লাদাখের রাজধানী লেহ-তে অনশনে অসুস্থ হয়ে পড়েন দুই আন্দোলনকারী। ওয়াঙচুকের ডাকেই চলছিল অনশন। এরপরই বিক্ষোভ ভেঙে পড়ে আদিবাসী প্রধান লাগায়। পুড়িয়ে দেওয়া হয় বিজেপি দপ্তর। অন্য প্রশাসনিক ভবনেও আগুন লাগিয়ে দেওয়া হয়। সুরক্ষা বাহিনী টিয়ার গ্যাস ছোঁড়ে। অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। ওয়াঙচুক অনশন তুলে নিলেও ঘটনাকে ‘জেন-জি বিদ্রোহ’ আখ্যা দেন। 
বৃহস্পতিবার সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি কেন্দ্রের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘‘লেহ এবং ত্রিপুরার আদিবাসী জনতার সঙ্গে ফের বিশ্বাসঘাতকতা করল  বিজেপি। জনতার ক্ষোভ প্রূতিফলিত হয়েছে রাস্তায়। তবে কোনও রাজনৈতিক দলের দপ্তরে আগুন লাগানো সমাধান নয়।’’
বেবি বলেছেন, ‘‘লাদাখের মানুষের ওপর যে বর্বর আক্রমণ নামানো হয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি।’’
লাদাখের জনতাকে নির্দিষ্ট আশ্বাস দেওয়ার বদলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বুধবার রাত থেকেই আক্রমণের লক্ষ্য করেছে সোনম ওয়াঙচুককে।
Wangchuk CBI
লাদাখ বিক্ষোভ: সমাজকর্মী ওয়াঙচুকের পিছনে নামানো হলো সিবিআই-কে
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0