Left Front procession

সর্বত্র সংখ্যালঘুদের সুরক্ষার ও অভয়ার ধর্ষন-খুনের বিচারের দাবিতে বারাসাতে বামফ্রন্টের মিছিল

জেলা

সর্বত্র সংখ্যালগুদের অধিকার ও সুরক্ষার দাবিতে এবং সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে শুক্রবার বারাসতে বামফ্রন্ট ও সিপিআই(এমএল)-লিবারেশনের মিছিল।

দেশ নির্বিশেষে সংখ্যালঘুদের মর্যাদা রক্ষা করা দায়িত্ব ও কর্তব্য। সাম্প্রতিককালে বাংলাদেশ যেভাবে সমাজ সংস্কৃতি পরিচালনা করা হচ্ছে, তা মুক্তিযুদ্ধের চেতনা কে মুঝে দেওয়া ব্যবস্থা করা হচ্ছে। স্বাধীন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে লক্ষ লক্ষ মানুষ যেমন বাংলাদেশে প্রান দিয়েছেন তেমনই এপার বাংলা পূর্ণ শক্তি নিয়ে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়েছিলেন ভারত সরকারও। তৎকালীন সময়ে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে কমিউনিষ্ট নেতৃত্বের উজ্জ্বল ভূমিকা ছিল। শুক্রবার বারাসত থানার সামনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সূজন চক্রবর্তী। সর্বত্র সংখ্যালঘু জীবন অধিকার ও সুরক্ষার দাবিতে, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় মিছিল হয় উত্তর ২৪ পরগনা জেলা বামফ্রন্ট ও সিপিআই(এমএল)-লিবারেশনের আহ্বানে। এদিনের লালপতাকার হাজারো মানুষের মিছিল বারাসত শহর পরিক্রমা করে। মিছিল মহিলাদের অংশগ্রহন ছিল চোখে পড়ার মতো। এদিনের মিছিলে পা মেলান সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী, পলাশ দাশ, গার্গি চাটার্জি, সায়নদীপ মিত্র, ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায়, সিপিআই নেতা অমলেন্দু দেবনাথ, সিপিআই(এমএল)-লিবারেশনের সুব্রত সেনগুপ্ত, নবেন্দু দাশগুপ্ত প্রমুখ। 
এদিনের মহিলাদের মিছিলের সামনে ব্যানারে লেখা ছিল অভয়ার ন্যায় বিচারের অধিকার কেড়ে নেওয়ার তৃনমূল-বিজেপি চক্রান্তের বিরুদ্ধে সবাইকে এক হওয়ার আহ্বান। সর্বত্র সংখ্যালঘুদের জীবনের সুরক্ষার দাবিতে শতাধিক মহিলা এদিনের মিছিলে শামিল পা মেলান। এদিন পলাশ দাশ বলেন, "আর জি কর কান্ডে তৃনমূল যা চেয়েছে সি বি আই তাতে সিলমোহর দিয়েছে। অভয়া কান্ডে জড়িত অপরাধী, ধর্ষক, খুনীদের তদন্তের গতি কে বাড়াতে হবে। নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং অভয়া যাতে প্রকৃত বিচার পায় তা গনআন্দোলনের মধ্য দিয়ে আদায় করে ছাড়বো। আমরা প্রতিশ্রতিবদ্ধ অভয়ার ন্যায় বিচার ছিনিয়ে আনবই।"
দেগঙ্গা ৩ এরিয়া কমিটি ডাকে দেগঙ্গার আবজুল্লাপুর চৌমাথায় এক সভার আয়োজন করে হয়। এদিন সভা থেকে বাংলাদেশে জামাতের ধর্মীয় বিশৃঙ্খলা ও এদেশে আরএসএস'র ধর্মীয় উস্কানী একে অন্যের পরিপুরক এমনটাই সিপিআই(এম) নেতৃবৃন্দ। সভার সভাপতি ছিলেন দেবাশীষ মৈত্র।  

 

Comments :0

Login to leave a comment