Rally Left Parties

পরপর মৃত্যু কলকাতায়, ধর্মতলা থেকে মিছিল বামপন্থীদের (দেখুন সরাসরি)

রাজ্য কলকাতা

অতি বর্ষণের দিনই সকাল থেকে পরপর সহনাগরিিকদের মৃত্যুর খবর পেয়েছেন কলকাতাবাসী। ১০ জনের মৃত্যুর খবর এসেছে। আর দায় এড়াতে সিইএসসি-কে দোষারোপ করছেন মুখ্যমন্ত্রী। দায় এড়াচ্ছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মৃত্যুর দায় কার? সরকারের কাছে এই প্রশ্ন তুলে ধর্মতলা থেকে মিছিল করছে বামপন্থী দলগুলি।

 
কলকাতা জেলা বামফ্রন্টের আহ্বায়ক কল্লোল মজুমদার বলেছেন যে বারবার দায় এড়াচ্ছে সরকার এবং কর্পোরেশন। সিইএসসি’র দায় থাকলে ব্যবস্থাই বা নেওয়া হচ্ছে না কেন সে প্রশ্নও তুলেছেন তিনি।
এদিনই সিইএসসি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে কলকাতার লাইট পোস্ট এবং ট্রাফিক লাইটের পোস্ট রক্ষণাবেক্ষণের দায় তাদের নয়। এতগুলি মৃত্যুর পরও এই দায় ঠেলাঠেলি কেন, প্রশ্ন তুলেছে বামপন্থী দলগুলি।
মিছিলে দাবি উঠছে, দিতে হবে পর্যাপ্ত ক্ষতিপূরণ। বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। পুজোর আগে ভেসে গিয়েছেন হকাররা। জল জমে চরম দুর্দশায় বস্তিবাসীরা। ত্রাণ ও পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে এখনই।

Comments :0

Login to leave a comment