Weather

উৎসবে মুখে নিম্নচাপের সম্ভাবনা, বৃষ্টির আপডেট দিলো হাওয়া অফিস

রাজ্য কলকাতা

শারদীয়া উৎসবের মুখেই নিম্নচাপের আশঙ্কা! এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ২৫ ও ২৬ সেপ্টেম্বরের মধ্যে এই নিম্নচাপ তৈরি হবে। পরবর্তীতে গভীর নিম্নচাপে হওয়ার সম্ভাবনা থাকছে। বর্তমানে ঘূর্ণাবর্তের প্রভাবে চলছে বৃষ্টি। পরপর ঘূর্ণাবর্ত আর নিম্নচাপে এবার উৎসবের সময় বৃষ্টির সম্ভাবনা জোরালো হচ্ছে।

২১ সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার দিন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে রাজ্যে। দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। রাজ্যের কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশেই আংশিক মেঘলা আকাশ, আর্দ্রতা জনিত অস্বস্তিও থাকবে। কলকাতায় সাধারণত থাকবে মেঘলা আকাশ। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। 
দক্ষিণের জেলাগুলিতে সোমবার ও মঙ্গলবার অর্থাৎ ২২ ও ২৩ সেপ্টেম্বর সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 
২৪ ও ২৫ সেপ্টেম্বর বৃষ্টি একটু কমতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। ২৫ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে তৈরি হতে পারে নিম্নচাপ। এর প্রভাবে ফের বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি। বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উৎসবের দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে।

রবিবার ও সোমবার উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে। মঙ্গলবার অর্থাৎ ২৩ তারিখ থেকে উত্তরের জেলা গুলিতে কমবে বৃষ্টির পরিমান। শারদীয়া উৎসবের সময় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে।

Comments :0

Login to leave a comment