drug smuggler arrested

কলকাতা থেকে গ্রেপ্তার মালদহের মাদক পাচারকারী

জেলা কলকাতা

কলকাতা থেকে গ্রেপ্তার মাদক পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে নিউমার্কেটের মির্জা গালিব স্ট্রিট থেকে ৬ জন মাদক পাচারকারীকে মালদহের পুলিশ গ্রেপ্তার করেছে। এরা সকলেই মালদহের কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। ধৃতদের নাম মাসিদুল সেখ, মহঃ আবদুল্লাহ সেখ, ইসমাইল সেখ, সাদিক সেখ, মোবারক সেখ ও সাদিকুল সেখ। সাদিকুল সেখ কালিয়াচক থানার ইমামজায়গির এলাকার বাসিন্দা ও বাকিরা মোজমপুরের নারায়ণপুর কিসমতটোলার বাসিন্দা। 
পুলিশের তরফে জানা গিয়েছে কলকাতায় বসে গোপনে মাদক পাচার করতো। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এদের আটক করে। গ্রেপ্তারের সময় এদের কাছ থেকে বিপুল পরিমান বেআইনি ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। জানা গিয়েছে প্রায় ৭ কিলো ৮৬৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। যার মূল্য আনুমানিক ৮ কোটি টাকারও বেশি। এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কেউ বা কারা জড়িত আছে কিনা তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের পুলিশ হেফাজতে চেয়ে শুক্রবার মালদহ আদালতে পেশ করা হয়েছে

Comments :0

Login to leave a comment