গাড়ি পার্কিং নিয়ে বচসা। সেখানেই অসুস্থ হয়ে মৃত্যু এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে কলকাতার ট্যাংরা এলাকায়। মৃত ব্যক্তির নাম অরুন গুপ্ত (৪৮)। ঘটনায় দু-জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ট্যাংরার মথুরবাবু লেন এলাকায় অরুন গুপ্ত নামে ওই ব্যক্তির সঙ্গে স্কুটি রাখা নিয়ে বচসা শুরু হয় দুই যুবকের। কেরোসিন এবং গাড়ির ইঞ্জিনের তেল বিক্রি করতেন ওই ব্যক্তি। বাড়িতেই দোকান ছিল তাঁর। অভিযোগ, ওই দোকানের সামনে স্কুটি রাখেন গৌরব শাহ এবং আরিয়ান শাহ নাম দুই যুবক। তারপরেই স্কুটি সরানো নিয়ে শুরু হয় বচসা। ওই যুবকদের পরিবারের আরও দুই সদস্য সেখানে উপস্থিত হয়। ক্রমেই হাতাহাতি শুরু হয়। এই সময় অসুস্থ হয়ে পড়েন অরুন। তাঁকে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করছে পুলিশ।
Comments :0