Mayawati Nephew

ভাইপোকে দল থেকে বহিষ্কার মায়াবতীর

জাতীয়

এর আগে সরিয়েছিলেন শীর্ষ দায়িত্ব থেকে এবার দল থেকেই ভাইপোকে তাড়িয়ে দিলেন বিএসপি প্রধান মায়াবতী। 
ভাইপো আকাশ আনন্দকে বহুজন সমাজ পার্টির গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন মায়াবতীই। তাঁকেই দলের পরবর্তী প্রধান করার অনুমানও ছিল রাজনৈতিক মহলে। কিন্তু সমস্যা বাড়তে থাকে আনন্দকে ঘিরে ওঠা বিভিন্ন অভিযোগের জেরে।
সোমবার মায়াবতী সোশাল মিডিয়া ‘এক্স’-এ লিখেছেন দলের শৃঙ্খলা এবং বাবাসাহেব আম্বেদকর ও কাশীরামের পরম্পরা ধরে রাখতে আকাশ আনন্দকে বিতাড়নের সিদ্ধান্ত। 
মায়াবতী জানিয়েছেন আনন্দের শ্বশুরকেও তাড়ানো হয়েছে দল থেকে। ‘স্বার্থপর এবং বদমেজাজি’ হওয়ার অভিযোগও রয়েছে আনন্দের বিরুদ্ধে।

Comments :0

Login to leave a comment