Mohun Bagan Supporters Protest

মোহনবাগান গ্যালারি থেকে উঠলো প্রতিবাদের স্বর

খেলা

শুক্রবার ২৩জুলাই ডুরান্ডে নিজেদের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল সমর্থকরা একটি ব্যানার নামিয়েছিলেন । যাতে লেখা ছিল ' ভারত স্বাধীন করতে সেদিন পরেছিলাম ফাঁসি , মায়ের ভাষা বলছি বলে আজকে বাংলাদেশী '।  শনিবার যুবভারতীতেও ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ম্যাচে মোহনবাগানের ফ্যানস ক্লাব ' মেরিনার্স এরিনা ' এই ধরনের একটি ব্যানার নামালেন । যাতে লেখাছিল ' জন গন মন বন্দেমাতরম। বাংলা ভাষা মায়ের সমান শহীদের রক্ত, কবির নোবেল । ভারতের মুকুটে বাংলা জুয়েল ' । বর্তমানে ভারতের ভিনরাজ্যে বাঙালিদের বাংলা ভাষা বলার কারণে পদে পদে অপদস্ত হতে হচ্ছে । শুনতে হচ্ছে ভিনদেশিদের তকমা । বাংলার প্রতিটি গলি থেকে রাজপথ এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়ে উঠেছে। এতে বাদ যায়নি খেলার মাঠও। ইস্টবেঙ্গলের পর এবার মোহনবাগানের সমর্থকরাও প্রতিবাদ জানিয়ে এই অনন্য ব্যানার নামালেন। এর আগে আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছিল। এই ব্যাপারেও গত বছর একইসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ করেছিল দুই প্রধানের সমর্থকরা। এবার  বাংলার জন্যও একইসঙ্গে লড়াই করছেন দুই প্রধানের সমর্থকরা।  খেলার মাঠে এই প্রতিবাদের মধ্যে দিয়েই যেন বাংলার দুই সেরা ক্লাবের সেরা সমর্থকরা বুঝিয়ে দিতে চাইলেন যে বাংলা ভাষার ঐতিহ্য  আঘাত লাগলে গর্জে উঠবে বাংলা তথা ভারতীয় ফুটবলের দুই মুখ ইস্টবেঙ্গল ও মোহনবাগান। তাই বাংলা ভাষার হয়ে প্রতিবাদ হোক বা আর জি কর ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ। খেলার মাঠে দুই চিরপ্রতিদ্বন্দ্বী হলেও মাঠের বাইরে ইস্ট - মোহন এক হয়েই আন্দোলনের শিখা জ্বালছে।

Comments :0

Login to leave a comment