এই মরশুমে কলকাতা লিগের প্রথম অঘটন ঘটল। অঘটনের শিকার সবুজ মেরুন। নৈহাটির বঙ্কিমাঞ্জল স্টেডিয়ামে কলকাতা লিগে নিজেদের প্রথম ম্যাচেই হার দিয়ে শুরু করল মোহনবাগান। পুলিশ এসির বিরুদ্ধে ১-০ গোলে হার ডেগি কার্ডোজোর দলের। ম্যাচের প্রথম থেকেই সংঘবদ্ধ ফুটবলে মন জয় করছিল পুলিশ এসি। দলে শুভ ঘোষ ও শেখ সাহিলের মত দুই মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড়রা ছিলেন । ফলে তাদেরও তাগিদ ছিল বেশি। মোহনবাগানের হয়ে নজর কাড়ছিলেন মাঝমাঠের মিংমা শেরপা। তবে একাধিক মিস পাস ও খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল চোখে পড়ার মতো। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময় ৪৮ মিনিটে পুলিশের খেলোয়াড় মহম্মদ আমিল গোল করলেন। এই গোলটিই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সবুজ মেরুন রক্ষণের বেহাল দশা। দ্বিতীয়ার্ধেও দেখা গেল সেই একই চিত্র। রক্ষণে ভিড় না বাড়িয়ে পুলিশ দল আরো বেশি আক্রমণে আসতে লাগল। মাঠে তখন যেন এক অচেনা মোহনবাগান খেলছিল। শেষের দিকে বেশ কয়েকটি সুযোগ পেলেও শিবম মুন্ডা গোল করতে ব্যর্থ হন। ১-০ গোলে হার দিয়েই এই মরশুম শুরু করল মোহনবাগান।
ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে কোচ ডেগি কার্ডোজো বললেন ' আমরা অনেক দেরিতে অনুশীলন শুরু করেছিলাম। আমাদের আরএফডিএলের খেলা ছিল। ফলে এখনও খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া তৈরি হয়নি। খেলোয়াড়দের ফিটনেস লেভেল আরো বাড়াতে হবে । আমরা পরবর্তী ম্যাচের দিকে নজর রাখছি ' । ম্যাচের একমাত্র গোলদাতা বছর ২১ এর মহম্মদ আমিল। আসানসোলবাসী এই খেলোয়াড় খুবই খুশি এদিন গোল করতে পেরে। খেলার শেষে তিনি জানালেন যে কোনো বড় দলে খেলতেই তিনি আগ্রহী। সুযোগ পেলেই খেলতে চান আমিল। ম্যাচ শেষে পুলিশ দলের মাঝমাঠের খেলোয়াড় ও মোহনবাগানের প্রাক্তনী শেখ সাহিল বললেন ' আমার খুব ভালো লাগছে সমর্থকদের দেখে। আবারো সেই ১৯-২০ মরশুমের কথা মনে পড়ে যাচ্ছে '। প্রিয় দল হেরে যাওয়ায় স্বভাবতই সমর্থকরা বেশ উত্তেজিত হয়ে গেছিলেন। পুলিশের সঙ্গে ঝামেলাতেও জড়িয়ে যান বেশ কিছু সমর্থক । কোচ ডেগি কার্ডোজোর উদ্দেশ্যে ওঠে ' গো ব্যাক ' স্লোগান। সোমবারের পর বাংলার দুই প্রধান যেন দুই বিপরীত মেরুতে অবস্থান করছে। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল দল যেখানে প্রথম ম্যাচে মেসার্স ক্লাবকে ৭-১ গোলে বিচূর্ণ করেছিল। মোহনবাগানকে সেখানে সম্মুখীন হতে হল হারের।
 
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0