মুম্বই ফুটবল এরিনাতে প্রথমার্ধে এগিয়ে রয়েছেমোহনবাগান।
৩২ মিনিটে গোল ম্যাকলারেনের। ডিফেন্ডারদের পিছনেই দাঁড়িয়েছিলেন। বল পেয়েই প্রপার নাম্বার নাইনের মতো বল নিয়ে গিয়ে মুম্বইয়ের জাল কাঁপিয়ে দেন ম্যাকলারেন। ৪১ মিনিটে লিষ্টনের সেন্টারটি সেভ করতে না পারায় সেই বল থেকে একপ্রকার ফাঁকায় গোল করেন পেট্রেটস।
দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে জোরালের গোলে ব্যবধান কমায় মুম্বই। ৫৮ মিনিটে লাল কার্ড দেখেন বিক্রম প্রতাপ। ৮৯ মিনিটে গোল শোধ দেন রদ্রিগেজ। ম্যাচ শেষ হয় ২-২ গোলে। ২২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের আশা জিইয়ে রাখল মুম্বই।
Comments :0