নেতাজী সুভাষচন্দ্র বসুর আদর্শ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)’র চিন্তাভাবনার মধ্যে দুস্তর ফারাক। এই দুই ভাবাদর্শ একেবারেই বিপরীতমুখী, কিছুতেই মেলানো যায় না। শনিবার এই মন্তব্য করেছেন নেতাজী-কন্যা অনিতা বসু পাফ। জার্মানি থেকে এক সাক্ষাৎকারে সংবাদসংস্থা পিটিআই’কে অনিতা বলেন, ‘‘নেতাজীর আদর্শ ধর্মনিরপেক্ষতা। সব ধর্মের সমস্ত মানুষের সমন্বয়ই কাঙ্ক্ষিত ছিল তাঁর। কিন্তু আরএসএস’র ভাবাদর্শ এর উলটো।’’
আগামী ২৩ জানুয়ারি কলকাতার শহীদ মিনার ময়দানে মহা ধূমধাম করে নেতাজী জন্মজয়ন্তী পালনের যে উদ্যোগ আরএসএস নিয়েছে সেসম্পর্কে প্রশ্ন করা হলে নেতাজী-কন্যার জবাব, ‘‘এতে হয়তো ওদের (বিজেপি-আরএসএস) নিজস্ব স্বার্থ আংশিকভাবে পূরণ হবে।’’
অনিতা বলেন, ‘‘নেতাজী নিজে একজন ধর্মপ্রাণ হিন্দু ছিলেন। কিন্তু সব ধর্ম, সব বিশ্বাসকে সম্মান করাই তাঁর আদর্শ ছিল। বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে কার্যকরী সহযোগিতার পক্ষপাতী ছিলেন তিনি। কিন্তু বিজেপি-আরএসএস’র ভাবনার মধ্যে এসবের বিন্দুমাত্র প্রতিফলন নেই। আপনারা যদি খুবই সাধারণভাবে দেখতে চান তাহলে বলতে হবে মতাদর্শের দিক থেকে ওরা দক্ষিণপন্থী, কিন্তু নেতাজী বামপন্থী। তবে ভারতে অন্যান্য দলের তুলনায় কংগ্রেসের সঙ্গেই নেতাজীর চিন্তাভাবনা মেলে বেশি।’’
অনিতা আরও বলেন, ‘‘আরএসএস’র মতাদর্শ সম্পর্কে আমি যা শুনেছি তাতে বলতে পারি নেতাজীর ভাবনা একেবারেই ভিন্ন মেরুর। মূল্যবোধের দিক থেকেও আদৌ খাপ খায় না। তবে এখন যদি বিজেপি-আরএসএস নেতাজীর আদর্শ এবং ভাবনাকে মেনে নিতে চায়, তাহলে তো ভালোই। এখন অনেকেই নানাভাবে নেতাজীর জন্মদিবস উদযাপন করছে। তাদের কারো কারো সঙ্গে অবশ্য নেতাজীর ভাবাদর্শ মিলে যায়।’’
নেতাজীর জন্মদিবস ঘিরে সাম্প্রতিক হইচই প্রসঙ্গে অনিতা জানান, এব্যাপারে তাঁর দু’টি বক্তব্য রয়েছে। ‘‘প্রথমত, স্বাধীনতার পরে নেতাজী সম্পর্কে কংগ্রেস দলের সরকারি অবস্থান সব কংগ্রেসকর্মী মেনে নিতে পারেননি। কংগ্রেস নেতৃত্বের ভাষ্য ছিল, একমাত্র অসহযোগ আন্দোলনের পথেই ভারত স্বাধীন হয়েছে। কিন্তু নেতাজী সংক্রান্ত ফাইল প্রকাশের পরে আমরা সকলেই বুঝেছি, ভারতে স্বাধীনতা আনার ক্ষেত্রে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (আইএনএ)’ও অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’’
‘‘দ্বিতীয়ত, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তাঁকে সম্মান জানানোর জন্য যেসব উদ্যোগ নিয়েছে তা প্রশংসাযোগ্য। তবে আমার প্রশ্ন, বিজেপি-আরএসএস’র এই উদ্যোগের উদ্দেশ্য কি? আজ যদি নেতাজী বেঁচে থাকতেন এবং বর্তমান সরকার সম্পর্কে সমালোচনামূলক বক্তব্য জানাতেন, তাহলেও কি তাঁকে সম্মানিত করত বিজেপি-আরএসএস? নিশ্চিতভাবেই এমনটা হতো না। সুতরাং নেতাজীকে নিয়ে এসব ধূমধামের মাধ্যমে নিজেদের উদ্দেশ্য পূরণের চেষ্টা চালাচ্ছে বিজেপি-আরএসএস।’’
Netaji RSS
নেতাজী এবং আরএসএস ভিন্ন মেরুর, মত অনিতার
×
Comments :0