একের পর এক হামলায় বিধ্বস্ত গাজা। আর হানাদার সেই ইজরায়েল। অথচ এই দ্বন্দ্ব, সংঘাতের বিপরীত ছবি ধরা পড়ল অস্কারের মঞ্চে। সেরা তথ্যচিত্রের পুরস্কার পেয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজার ওপর নির্মিত ছবি ‘নো আদার ল্যান্ড’। গাজায় ইজরায়েলী হানাদারি চললেও এই তথ্যচিত্রের নির্মাতা ইজরায়েলী সাংবাদিক জুবাল আব্রাহাম এবং প্যালেস্তিনীয় চলচ্চিত্র নির্মাতা বাসেল আদ্রা। সোমবার এই খবর শোনামাত্র খুশির হাওয়া গাজায়। দুই বিবদমান দেশের দু’জন একত্রিত হয়ে চলচ্চিত্রে তুলে ধরছেন গাজার ধ্বংসচিত্র। আদ্রার গল্প অনুসারেই তৈরি হয়েছে ‘নো আদার ল্যান্ড’।
এরই সঙ্গে এবার অস্কারে জয়জয়কার শন বেকার পরিচালিত ছবি ‘আনোরা’। এই ছবি জিতে নিয়েছে সেরা সিনেমা, সেরা নির্মাতা, সেরা অভিনেত্রী সহ পাঁচটি পুরস্কার। শন বেকার পেয়েছেন সেরা পরিচালকের শিরোপা এবং ওই ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন মিকি ম্যাডিসন। সেরা অভিনেতা হয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি ‘দ্য ব্রুটালিস্ট’ ছবির জন্য।
‘আনোরা’ ছবিটিতে সমাজের একেবারে অন্ত্যজ মানুষের জীবন কাহিনি তুলে ধরা হয়েছে। আপাতদৃষ্টিতে প্রেম এবং সংঘাতের ছবি হলেও সমাজের বিভিন্ন অংশের মানুষের নানা ঘাত প্রতিঘাতের প্রতিফলন ঘটেছে। এক গ্যাংস্টারের ছেলে প্রেমে পড়েন এক যৌনকর্মীর। তাঁদের প্রেমের জীবন রূপ পায় বিবাহে। কিন্তু ছেলে এক যৌনকর্মীকে বিয়ে করেছে, এটা মেনে নিতে পারেননি রাশিয়ান গ্যাংস্টার। একে ঘিরেই শুরু হয় সংঘাত। নিম্নবিত্ত জীবনের বাস্তবতা এবং তাদের স্বপ্নের টানাপড়েনকে নিখুঁতভাবে ছবিতে তুলে ধরেছেন শন বেকার। ‘আনোরা’ কান চলচ্চিত্র উৎসবে পেয়েছিল ‘স্বর্ণপাম’। সেরা ছবি, সেরা অভিনেত্রীর পাশাপাশি সেরা পরিচালকের পুরস্কার যেমন পেয়েছেন শন বেকার তেমনই এই ছবি জিতে নিয়েছে সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা সম্পাদনার পুরস্কারও। ‘দ্য ব্রুটালিস্ট’ সেরা অভিনেতা, সেরা আবহসঙ্গীত এবং অসাধারণ চিত্রগ্রহণের জন্য সেরা সিনেমাটোগ্রাফির শিরোপা পেয়েছে।
এরই পাশাপাশি সেরা পার্শ্ব চরিত্রাভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জো সালদানা ‘এমিলিয়া পেরেজ’ ছবিতে অভিনয়ের জন্য। একই ভাবে সেরা পার্শ্ব চরিত্রাভিনেতার শিরোপা পেয়েছেন কিরেন কুলকিন ‘এ রিয়েল পেন’ ছবির জন্য। এছাড়াও সেরা আন্তর্জাতিক ছবি হিসাবে ব্রাজিলের ‘আই অ্যাম স্টিল হিয়ার’, সেরা অ্যানিমেটেড ছবি ‘ফ্লো’, সেরা অনুপ্রাণিত চিত্রনাট্য ‘কনক্লেভ’-এর জন্য পিটার স্ট্রুগান, সেরা মৌলিক গান ‘এমিলিয়া পেরেজ’-এর এল মাল, সেরা পোশাক ‘উইকেড’, সেরা মেক-আপ ও কেশবিন্যাস ‘দ্য সাবস্টেন্স’, সেরা প্রোডাকশন ডিজাইন ‘উইকেড’, সেরা ধ্বনি এবং সেরা দৃশ্যবিন্যাস ‘ডিউইন, পার্ট টু’ এবং সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র হিসাবে ‘দ্য ওনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা’ অস্কার পেয়েছে এবছর। অবশ্য আশা জাগিয়েও, শেষমেশ অস্কার ফসকে গেল প্রিয়াঙ্কা চোপড়ার। শেষ পর্যন্ত লড়াই করেও প্রিয়াঙ্কা নিবেদিত ‘অনুজা’ ছবি পেল না সেরার শিরোপা। তার বদলে শর্ট ফিল্ম বিভাগে অস্কার পেল ‘আই অ্যাম নট আ রোবট’।
এবার লস অ্যাঞ্জেলেস ৯৭তম অ্যাকাডেমি পুরস্কার অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় কৌতুক অভিনেতা ৬১ বছর বয়সি কোনান ও’ব্রায়েন। সঞ্চালনা করতে গিয়ে তিনি চমকে দিলেন সবাইকে। চলতি বছরে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে লস অ্যাঞ্জেলেস। দাবানলের দাপটে খানিক বিধ্বস্ত হলিউডও। সহমর্মিতা জানিয়েই এদিন হিন্দি, স্প্যানিশ ও ম্যান্ডারিন ভাষায় কথা বলেন কোন্যান। সারা বিশ্বের বিভিন্ন ভাষাভাষি মানুষের কাছে পৌঁছানোর জন্য এদিন এইভাবে উপস্থাপনা করেছেন তিনি।
তবে নজর কেড়ে নিয়েছে সেরা তথ্যচিত্র হিসাবে ‘নো আদার ল্যান্ড’। ২০২৪ সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সেরা দর্শক এবং তথ্যচিত্রের পুরস্কার জিতে নিয়েছিল আব্রাহাম ও আদ্রার নির্মিত ছবি। সেরা নন-ফিকশন বিভাগে নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল পুরস্কারও পেয়েছে ‘নো আদার ল্যান্ড’। পুরস্কার পেয়ে আদ্রার অভিব্যক্তি বেশ অর্থবহ। তিনি বলেছেন, ‘যে কঠিন, কঠোর বাস্তবের মুখোমুখি হয়েছি এবং যে অন্যায় সহ্য করেছি, তা তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে। মাসাফের ইয়াত্তা এখনও ইজরায়েলী হানাদারদের কবজায়। ওখানকার মানুষ প্রতি মুহূর্তে কষ্ট সহ্য করছে ও লড়াই চালিয়ে যাচ্ছে।’ এমন যুযুধান দুই পক্ষের দু’জন এক সঙ্গে তথ্যচিত্র তৈরি করে চমকে দিয়েছেন গোটা বিশ্বকে। এপ্রসঙ্গে আব্রাহাম বলেছেন, ‘আমরা এই তথ্যচিত্র তৈরি করেছি এক প্যালেস্তিনীয় এবং এক ইজরায়েলী মিলে। কারণ আমাদের মিলিত কন্ঠস্বর অনেক বেশি শক্তিশালী। আমরা একে অপরকে দেখতে পাই। গাজাকে ধ্বংস এবং প্যালেস্তিনীয়বাসীর ওপর বর্বরতা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।’
Oscars
লড়াই নয়, দুই যুযুধান মিলে জিতলেন অস্কার

×
Comments :0