কবিতা
মুক্তধারা
একই সিক্কার দু'ই পিঠ
আনজু বানু
৫ সেপ্টেম্বর ২০২৫ / বর্ষ ৩
খাল কেটে এনেছি যে কুমীর
খেসারত দিতে হবে তার
জেনেছি তো অনেক আগেই
বিজেতৃণ সব একাকার।
তিলোত্তমা হোক বা তামান্না
চাই শুধু ক্ষমতার জোর
ধর্ম বর্ণ সব ঘেঁটে দিয়ে
দিয়ে রাখে আফিমের ঘোর।
রামমন্দির আর জগন্নাথ
মসজিদে গিয়ে মোনাজাত
দেখবে সব একই চিত্র
কেন্দ্র রাজ্য নেই তো তফাৎ।
মন্তব্যসমূহ :0