POETRY \ KHATI KE! — JOYNAL ABEDIN \ MUKTADHARA \ 28 DECEMBER 2024

কবিতা \ ক্ষতি কী! — জয়নুল আবেদিন \ মুক্তধারা \ ২৮ ডিসেম্বর ২০২৪

সাহিত্যের পাতা

POETRY  KHATI KE  JOYNAL ABEDIN  MUKTADHARA  28 DECEMBER 2024

কবিতা

ক্ষতি কী!

জয়নুল আবেদিন

মুক্তধারা

জল ছুঁয়ে দিব্যি করেছি তাই 

সুজনের হাত কাঁধকে ঠেস মারে 

নদী ডিঙিয়ে আমার শৈশব 

বর্ষার দুপুরে ভিজিয়ে আনে 

আজ ভাবছি একটা দুটো বিকেল বোদহীন হলে ক্ষতিকী? 

একটু আলো একটু অনুকার মিলে মিশে আমার মতন।

 

JOYNAL ABEDIN

Comments :0

Login to leave a comment