কবিতা
ক্ষতি কী!
জয়নুল আবেদিন
মুক্তধারা
জল ছুঁয়ে দিব্যি করেছি তাই
সুজনের হাত কাঁধকে ঠেস মারে
নদী ডিঙিয়ে আমার শৈশব
বর্ষার দুপুরে ভিজিয়ে আনে
আজ ভাবছি একটা দুটো বিকেল বোদহীন হলে ক্ষতিকী?
একটু আলো একটু অনুকার মিলে মিশে আমার মতন।
JOYNAL ABEDIN
কবিতা
ক্ষতি কী!
জয়নুল আবেদিন
মুক্তধারা
জল ছুঁয়ে দিব্যি করেছি তাই
সুজনের হাত কাঁধকে ঠেস মারে
নদী ডিঙিয়ে আমার শৈশব
বর্ষার দুপুরে ভিজিয়ে আনে
আজ ভাবছি একটা দুটো বিকেল বোদহীন হলে ক্ষতিকী?
একটু আলো একটু অনুকার মিলে মিশে আমার মতন।
JOYNAL ABEDIN
Comments :0