POETRY — PIYAS MAZID — GOOD FRIDAY — MUKTADHARA — 18 APRIL 2025, 2nd YEAR

কবিতা — পিয়াস মজিদ — ক্রুশকুসুম — মুক্তধারা — ১৮ এপ্রিল ২০২৫, বর্ষ ২

সাহিত্যের পাতা

POETRY  PIYAS MAZID  GOOD FRIDAY  MUKTADHARA  18 APRIL 2025 2nd YEAR

কবিতামুক্তধারা

ক্রুশকুসুম
পিয়াস মজিদ

আমিই আনন্দম, ক্রুশের মিনার। আকাশেরও মগডাল থেকে দেখি কোথায় তুমি -চোরাগোপ্তা ফুল। তুমি তো কাননে নও। কবরখানায় নৃত্যরত লাবণ্যপ্রেত। তোমাতে প্রেম ঢালি। তুমি আজ হাড়ে গলা মোম। আর এমতে কৃষ্ণনিখিল চুরমার। আয় ধ্বংস,  আয় সবুজ। চাঁদ ডুবে যায় করুণ রসধারায়। আবার তুমি মা মেরিতে ছেয়ে গেছ; জেরুজালেমে খড়ের গাদায়। রাত গাঢ় হলে তুমি সোনালি রক্তের জতু। যখন  বনভূমি দগ্ধ  শৈত্যে, জল ডুবন্ত ঘৃণায়। এই পথ কাঁটাশোভা, এই পথ যিশু। আজ ঝরে পড়ে সমুদয় সিডারের গাছ। তুমি তবে নবরূপে রোপিত বিষাদ। তার ছায়ামূলে আমি সংগীতের রিমঝিম জলসা বসাই। 
সেথা দেখো কেমনে অসুর ঘনায়!

শুক্রবার গুড ফ্রাইডের জন্য বাংলাদেশের কবি 

Comments :0

Login to leave a comment