কবিতা
মুক্তধারা
চিড়িয়াখানা
সৌরভ ঘোষ
৮ সেপ্টেম্বর ২০২৫ / বর্ষ ৩
ওই দেখো বাঘ তুলেছে হাই,
পাশের খাঁচায় সিংহ মশাই,
কেসর ঝেড়ে হাঁটছে কেমন
কাঁচা মাংস চাইছে এখন।
ঐ খাঁচাতে হরিণ আছে
কেউ দাঁড়িয়ে, কেউ বা শুয়ে;
উল্টোদিকে ভালুক ভায়া
উল্টে গ্যাছে হঠাৎ জ্বরে।
জেব্রা সদা ব্যস্ত সাজে,
জিরাফ কেবল জাবর কাটে,
কাঙারুটা খুবই লাফায়,
বন বিড়ালটা মাছের আশায়।
কত পাখি, কত কুমির,
শিয়াল, ময়াল, হাতি আছে!
জলের ভেতর মাছের খেলা
এসব দেখে পড়ল বেলা।
চিড়িয়াখানা, কী মজা!
আইসক্রিম আর বাদাম ভাজা।
ভাবি, এমন যদি হত-
আমরা খাঁচায় বাইরে ওরা!
ভাঙত খাঁচা ভাঙত বেড়া...
মন্তব্যসমূহ :0