কবিতা
এক বেকারের কবিতা
সৈকত কুণ্ডু
মুক্তধারা
রাজ্যটাকে কাটমানিতে
বেচছো তুমি জালের দরে
তাইতো তুমি রামনবর্গী
সঙ্গী এখন তোমার ঘরে
চলছে চলুক
আমরা শুধু পুতুল হয়ে
সুতোর নাচে নাচতে থাকি
তিন লাখি এক রিকসা নিয়ে
কী করে দিই তোমায় ফাঁকি?
বলছে বলুক।
শব্দ গুলো ভীষণ রকম
টাকায় কেনো হরির লুটে
সবার ঠোঁটে করতে সেলাই
সত্যি করে খাচ্ছি খুঁটে।
ঘটছে ঘটুক
ধর্মে তুমি আটকে আছো
জিরাফ হয়ে খাচ্ছো পাতা
এখন তুমি রামনবমী
ধর্মভোটে দিচ্ছ ভাতা।
করছে করুক
ঘোলা জলে মাছ ধরেছো
খাল কেটেছো কুমীর ডেকে
বৈতরিনী পেরিয়ে যাবে
ভাবছো বুঝি এখন থেকে।
Comments :0