POETRY \ UNEMPLOYMENT DAIRY — SAIKAT KUNDU \ MUKTADHARA \ 26 DECEMBER 2024

কবিতা \ এক বেকারের কবিতা — সৈকত কুণ্ডু \ মুক্তধারা \ ২৬ ডিসেম্বর ২০২৪

সাহিত্যের পাতা

POETRY  UNEMPLOYMENT DAIRY  SAIKAT KUNDU  MUKTADHARA  26 DECEMBER 2024

কবিতা

এক বেকারের কবিতা
সৈকত কুণ্ডু

মুক্তধারা

রাজ্যটাকে কাটমানিতে 
বেচছো তুমি জালের দরে 
তাইতো তুমি রামনবর্গী 
সঙ্গী এখন তোমার ঘরে

চলছে চলুক

আমরা শুধু পুতুল হয়ে 
সুতোর নাচে নাচতে থাকি 
তিন লাখি এক রিকসা নিয়ে 
কী করে দিই তোমায় ফাঁকি?

বলছে বলুক।

শব্দ গুলো ভীষণ রকম 
টাকায় কেনো হরির লুটে 
সবার ঠোঁটে করতে সেলাই 
সত্যি করে খাচ্ছি খুঁটে।

ঘটছে ঘটুক

ধর্মে তুমি আটকে আছো 
জিরাফ হয়ে খাচ্ছো পাতা
এখন তুমি রামনবমী 
ধর্মভোটে দিচ্ছ ভাতা।

করছে করুক

ঘোলা জলে মাছ ধরেছো 
খাল কেটেছো কুমীর ডেকে 
বৈতরিনী পেরিয়ে যাবে 
ভাবছো বুঝি এখন থেকে।

 

 

 

Comments :0

Login to leave a comment