প্রবন্ধ — মুক্তধারা, বর্ষ ২
কীসের বসুন্ধরা দিবস ?
আকাশ বিশ্বাস
ইউনেস্কোর সান ফ্রান্সিসকোতে একটি সম্মেলনে এটির প্রস্তাব করা হয় এবং ১৯৭০ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম বসুন্ধরা দিবস পালন করেন। এর উদ্দেশ্য হল পৃথিবীর বিভিন্ন জায়গায় দূষণ এবং পরিবেশ ধংস করার বিরুদ্ধে এই বসুন্ধরা দিবস । এরপর আস্তে আস্তে ১৯৩টি দেশ এই বসুন্ধরা দিবস পালন করেন। বসুন্ধরা দিবসের মাধ্যমে বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নেওয়া হয় যেমন–গাছ কাটা, পরিবেশ দূষণ প্রভৃতি। আমি বলছি কীসের বসুন্ধরা দিবস আমি আগেই লিখেছি বসুন্ধরা দিবস পালন করা হয় গাছ কাটা বন্ধ করার জন্য কিন্তু আদেও কি গাছ কেটে বন্ধ হয়েছে বরং বৃদ্ধি পেয়েছে। এই গাছ আমাদের ফল ও ফুল দিচ্ছে, পাখির আশ্রয় স্থল এই গাছ আর আমরা গাছ কেটে দুইটি প্রাণ নষ্ট করছি। অন্যদিকে আমরা লোকের সামনে বিভিন্ন সভা স্কুলে স্কুলে এই দিনটি পালন করছি কিন্তু আদেও কি আমরা এই বসুন্ধরা দিবসের সার্থকতা জানি এখন একটা মানুষের সামনে যদি কোনো গাছে আগুন লাগিয়ে দেওয়া হয় সেই আগুন দেখে মানুষ অট্টহাসি করে কিন্তু সেই আগুনটা যখন নিজের দিকে ছুটে আসে তখন সেই আগুন নেভাতে তাড়া উঠে পরে লাগে। এটাই মানুষ। ছি মানুষ যে তোমাদের প্রাণে বাঁচতে সাহায্য করছে সেই প্রকৃতিকে ধংস করছো। তাহলে তোমাদের কীসের বসুন্ধরা দিবস , কীসের এত শোভাযাত্রা আগে নিজে একটা গাছের প্রাণ বাঁচাও দেখবে সেটাই তোমার শ্রেষ্ঠ বসুন্ধরা দিবস হবে হে ধরণী এই মানুষদের ক্ষমা কোরো। আমি এই বসুন্ধরা দিবসে আশা করছি এই বসুন্ধরা রঙিন হয়ে উঠুক।
নবম শ্রেণী
কল্যাণ নগর বিদ্যাপীঠ খড়দহ উত্তর ২৪ পরগনা, ডাঙাদিঘিলা, খড়বাগান, উঃ ২৪ পরগনা
৯৮৭৫৩৭৩৯৭৬
Comments :0