জ্বালানো যাবে না শিক্ষামন্ত্রীর কুশপুতুল। এমনি ফতোয়া জারি করে বর্ধমান শহরে ছাত্রছাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ল পুলিশ। পুরুষ পুলিশ টানাহেঁচড়া করল ছাত্রীদের। একাধিক ছাত্রছাত্রী আহত হয়ে হাসপাতালে। আক্রমণের মুখেও এসএফআই জানালো জ্বালানো হবে শিক্ষামন্ত্রীর কুশপুতল। পারলে পুলিশ নিভিয়ে দিক।
পুলিশের আক্রমণে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন পুর্ব বর্ধমান জেলা এসএফআই’র সভাপতি প্রবীর ভৌমিক। জেলা সম্পাদক উষসী রায় চৌধুরী, ছাত্রনেতা চিন্ময় কর্মকার, সৃজনী চ্যাটার্জি সহ ছাত্র আন্দোলনের একাধিক কর্মী।
শনিবারই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি চালিয়ে দেোয়া হয়েছে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের ওপর। আহত যাদবপুরের একাধিক ছাত্রছাত্রী। রাজ্যজুড়ে চলছে প্রতিবাদ।
রবিরার আবার ব্রাত্য বসু দাবি করেন যে ঘটনার জন্য তিনি দায়ী নন। দায়ী ছাত্রছাত্রীরা। যাদবপুরের এসএফআই নেতৃবৃন্দ যদিও পরিষ্কার জানিয়েছে যে শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়ে বেরতেই তাঁরা দেখেন যে বাইরে বিক্ষোভের ওপর ঝাঁপিয়ে পড়েছে তৃণমূলের দুষ্কৃতীবাহিনী।
রবিবার রাজ্যের সর্বত্রই বিক্ষোভের ডাক দিয়েছে এসএফআই। পূর্ব বর্ধমান জেলাও বিক্ষোভে শামিল হয়। ছাত্রদের পিষে মারার চেষ্টার বিরুদ্ধে ব্রাত্য বসুর কুশপুতুল পোড়াতে যায়। সর্বত্র প্রতিবাদের এই প্রথা চালু রয়েছে। দেশের বহু জায়গায় বহু ঘটনায় এভাবে প্রতিবাদ জানিয়েছে বহু সংগঠনই। পুলিশকে দেখা যায় ঝাঁপিয়ে পড়ে কুশপুতল কেড়ে নিতে নেমেছে। ছাত্ররা বাধা দিতেই ঝাঁপিয়ে পড়ে পুলিশ।
এসএফআই নেতৃবৃন্দ জানিয়েছেন, প্রতিবাদ দমানো যাবে না। পুলিশী নিপীড়ন অগ্রাহ্য করেই চলবে বিক্ষোভ।
SFI Police Bardhaman
বর্ধমানে ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়ল পুলিশ, হাসপাতালে ভর্তি একাধিক

×
মন্তব্যসমূহ :0