রবিবার বিকেল ৫টায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রীর দপ্তর এমনটাই জানিয়েছে। সোমবার থেকেই চালু হচ্ছে নেক্সট জেনারেশন জিএসটি। কী কারণে, কেন প্রধানমন্ত্রীর এই ভাষণের আয়োজন তা এখনও স্পষ্ট নয়। ফলে খুব স্বাভাবিকভাবেই সার দেশের মানুষ ও রাজনৈতিকমহলে কৌতূহল তৈরি হয়েছে। ২২ সেপ্টেম্বর থেকে জিএসটি কমিয়েছে কেন্দ্র সরকার। তার আগের দিন বিকেলে প্রধানমন্ত্রীর ভাষণ কী বার্তা দেবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। 
জিএসটি কাউন্সিল সম্প্রতি বেশ কিছু পণ্যের করের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। গত ৩ সেপ্টেম্বরের বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিরোধী দল শাসিত রাজ্যগুলিও রাজনৈতিক কারণে এর বিরোধিতা করতে পারেনি, কারণ জনমনে ধারণা তৈরি হয়েছে যে জিএসটি কমলে সাধারণ মানুষ লাভবান হবেন। জিএসটি কমানোয় পাড়ার মোড়ের হকারটি কিংবা বেসরকারি বাসের কন্ডাক্টরটির তেমন কিছু লাভ নেই। জিএসটি কমানোর লাভের গুড় তাঁদের জুটবে না। এমনটাই মনে করছেন দেশের অভিজ্ঞ অর্থনীতিবিদরা।
প্রধানমন্ত্রীর দেশবাসীর উদ্দেশে ভাষণ নিয়ে জনমানসে কৌতূহল শুরু হয়েছে।  আগেও তিনি ২০১৬ সালে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে দেশ জুড়ে বাতিল করে দেয় ৫০০ এবং ১০০০ টাকার নোট।  ২০২০ সালে লকডাউন ঘোষণাও করা হয়।  এদিন তিনি ভাষণে কি ঘোষণা করবেন সে দিকে তাকিয়ে দেশর মানুষ।
জিএসটি ২.০ সংস্কার বাস্তবায়নের একদিন আগে প্রধান মন্ত্রীর ভাষণের সময়টি তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রীর ভাষণের সম্ভাব্য বিষয় করে তুলেছে। আরেকটি সম্ভাব্য বিষয় হতে পারে আমেরিকার এইচ-১বি ভিসার মূল্য এক ধাক্কায় অন্তত ৫০ গুণ বাড়িয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। আগে যা ছিল ২০০০ থেকে ৫০০০ ডলার রাতারাতি তা হয়ে গিয়েছে ১ লক্ষ ডলার। গত কয়েক দশক ধরে এইচ-১বি ভিসা নিয়ে আমেরিকায় বিভিন্ন দেশ থেকে কয়েক লক্ষ ‘দক্ষ’ শ্রমিক কাজ করতে আসেন। তার মধ্যে অন্তত ৭৩ শতাংশ ভারতীয়। নির্দিষ্টভাবে ভারতীয় পরিযায়ী শ্রমিকদের ‘শাস্তি’ দিতেই ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন। 
শুক্রবার হোয়াইট হাউসের এই ঘোষণার পর, আমেরিকায় কর্মরত প্রায় ৭ থেকে ৮ লক্ষ প্রবাসী ভারতীয়ের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। রাতারাতি কাজ হারানোর আশঙ্কা করছেন অনেকে। তাঁদের মধ্যে অনেকে আবার সপরিবারে আমেরিকায় থাকেন। তাঁদের পরিবারের সদস্যরা এইচ-৪ ভিসা প্রাপ্ত। বেশ কিছু ক্ষেত্রে তাঁদের সন্তান আমেরিকায় জন্মেছে। সেই সুবাদে তারা ওই দেশেরই নাগরিক। প্রধানমন্ত্রীর দেশবাসীর উদ্দেশে ভাষণ ঘিরে একাধিক প্রশ্ন দানা বেঁধেছে।
Prime Minister Narendra Modi
আজ বিকেলে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0