ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চালকের আসনে ভারত। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হয় বৃহস্পতিবার। এই ম্যাচের দ্বিতীয় দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ সম্পূর্ণ ভারতের হাতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৮৬ রানের ব্যবধানে এগিয়ে আছে তারা। হাতে রয়েছে এখনও ৫ উইকেট। উইকেটে রয়েছেন শতরানকারি ব্যাটার রবীন্দ্র জাদেজা। এবং ৯ রানে অপরাজিত ওয়াশিংটন সুন্দর। রবীন্দ্র জাদেজা ছাড়াও শতরান করেছেন কেএল রাহুল এবং উইকেটরক্ষক ধ্রুব জুরেল।
প্রথম দিনের ২ উইকেটে ১২১ রান নিয়ে দিনের খেলা শুরু করে ভারত। অধিনায়ক শুভমন গিল (৫০) অর্ধশতরান করে ফিরে গেলেও রাহুল তাঁর ১১ নম্বর শতরানটি তুলে নেন। দেশের মাটিতে ২৬টি ইনিংসের পর তাঁর এই শতরান।
প্রথম টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সিরাজের চার, বুমরার তিন উইকেটের দাপটে ওয়েস্ট ইন্ডিজ় মাত্র ১৬২ রান করে। প্রথম দিনেই ব্যাট করতে নেমে ভারত ২ উইকেট হারিয়ে ১২১ রান করে। যশস্বী ৩৬ রানে আউট হওয়ার পর সাই সুদর্শন ৭ রান করে আউঠ হন। প্রথম দিনেই হাফ সেঞ্চুরি করেন রাহুল। শুক্রবার ১০০ রান করে আউট হন। দ্বিতীয় দিনের শেষে রবীন্দ্র জাদেজা ১০৪ ও ওয়াশিংটন সুন্দর ৯ রানে অপরাজিত রইলেন। দ্বিতীয় দিনের শেষে ১২৮ ওভারে ভারতের রান ৪৪৮ ৫ উইকেটে। আমেদাবাদেই দুই টেস্টের সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পথে।
খেলার পর রাহুল বলেন, ‘‘আমি ব্যাটিং উপভোগ করেছি। আলাদা পরিস্থিতি এখানে। ইংল্যান্ডে বেশ মজা হয়েছিল। রান করলে অনেক আত্মবিশ্বাস আসে। অনেক দিন পরে মাঠে ফিরে বেশ তরতাজা লাগছে। এই বিশ্রামটাও বেশ উপভোগ করার মত। গত সপ্তাহেই খেলেছি। ওখানে কিছুটা চিন্তায় ছিলাম। অনেকদিন পরে মাঠে নেমেছিলাম। ছন্দে ফেরা, রান পাওয়া সব মিলিয়ে ওখানে একটু অন্যরকম ব্যাপার ছিল। বাউন্ডারি সহজে আসছে না। বিদেশে সুইং থাকে, বাউন্স থাকে। এখানে তিনজন স্পিনার বল করছে, মাঠে ফিল্ডিং ছড়ানো। এক আর দুই নিয়ে শতরান করা দারুন ব্যাপার।’’
Comments :0