North Bengal Floods

বন্যা বিধ্বস্ত মানুষের পাশে পিআরসি

জেলা

উত্তরবঙ্গের প্রবল প্রাকৃতিক বিপর্যয় ঘরবাড়ি হারিয়ে জল কাদার মধ্যে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন বহু মানুষ। বিভিন্ন সংগঠন ও সংস্থার তরফে তাদের সাহায্য সহযোগিতা করা হলেও আরও সাহায্যের প্রয়োজন। হাঁস মুরগি গবাদি পশু চাষের জমি খুইয়ে দিশেহারা।   এখনও বহু মানুষ জল নামলেও  জল বাহিত রোগ ছড়ানোর পরিস্থিতি। বহু জায়গায় মিলছে পচাগলা গবাদি পশু সহ বিভিন্ন প্রাণীর মৃতদেহ। পলিকাদা ভরা দূষিত পানীয় পান করতে পারছেন না বহু মানুষ। নদী, ভাঙা ব্রিজ ভাঙা কালভার্ট পেরিয়ে বিশুদ্ধ পানীয় জল দুর্গত এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে শনিবার পিপল রিলিফ কমিটির  উদ্যোগে জলপাইগুড়ি জেলার বন্যা বিধ্বস্ত নগরাকাটার টুন্ডূ বামনডাঙ্গা এলাকার দুর্গম অঞ্চল, বামনডাঙ্গা, মডেল ভিলেজে পৌঁছে মেডিকেল ক্যাম্প হয়। রোগী  দেখে  ওষুধ ও  ত্রাণ  প্রদান করা হয় সংস্থার তরফে। এখনও চলছে এই ক্যাম্প।  অসুস্থ  রোগীদের  চিকিৎসা  করতে এবং  ত্রাণ  পৌঁছে  দিতে  কলকাতা  থেকে বিশিষ্ট  চিকিৎসক  ডাঃ ফুয়াদ  হালিম  সহ, পিপিলস রিলিফ কমিটি (পশ্চিমবঙ্গ) রাজ্য  কমিটির একটি  দল তিনটি মেডিকেল ক্যাম্প  করেন। বন্যা  কবলিত এলাকার অসংখ্য মানুষ এই শিবিরে চিকিৎসা পরিষেবা নিয়েছেন। এই শিবির  আগামীকালও চলবে বলে জানান পিআরসি’র সদস্যরা। চিকিৎসা শিবিরে সহায়তার  জন্য ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের জলপাইগুড়ি জেলার সদস্যরা শিবিরে  উপস্থিত ছিলেন। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের নেতা অপূর্ব বলেন, ডাঃ ফুয়াদ হালিম সহ চারজন চিকিৎসকে সাহায্য করেন সিকান্দার মাঝি, রবিউল ইসলাম সহ স্থানীয় নেতৃত্ব। 

Comments :0

Login to leave a comment