বলতে পারো — অমল কর — নতুনপাতা, উত্তর : ৭ আগস্ট ২০২৫, বর্ষ ৩
জিজ্ঞাসা
১. রবীন্দ্রনাথ ঠাকুর-এর আসল পদবি কি?
২. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবী চৌধুরানীকে মোট কতগুলো চিঠি লিখেছেন?
৩. রবীন্দ্রনাথ ঠাকুরকে "বিশ্বকবি" উপাধি কে দেন?
৪. রবীন্দ্রনাথ ঠাকুরকে 'কবিগুরু' উপাধি কে দেন?
৫. নেতাজি সুভাষচন্দ্র বসুকে রবীন্দ্রনাথ ঠাকুর কোন্ গ্ৰন্থ উৎসর্গ করেন?
৬. রবীন্দ্রনাথ ঠাকুর -এর কয়েকটি ছড়াগ্ৰন্থের নাম বলো?
সমাধান
১. রবীন্দ্রনাথ ঠাকুর -এর আসল পদবি "কুশারী"।
২. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ভ্রাতুষ্পুত্রী, সংগীতশিল্পী লেখক ও অনুবাদক ইন্দিরা দেবী চৌধুরানীকে মোট ২৫২ টি চিঠি লিখেছেন।
৩. ব্রহ্মবান্ধব উপাধ্যায় ( আসল নাম ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। তিনি মাতৃভাষায় শিক্ষাব্যবস্থার প্রবক্তা, বেশকয়েকটি পত্রিকার সম্পাদক ও গ্ৰন্থপ্রণেতা)রবীন্দ্রনাথ ঠাকুরকে "বিশ্বকবি" উপাধি দেন।
৪. রবীন্দ্রনাথ ঠাকুরকে "কবিগুরু" উপাধি দেন অধ্যাপক গবেষক সংগীতজ্ঞ আচার্য ক্ষিতিমোহন সেন।
৫. নেতাজি সুভাষচন্দ্র বসুকে রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৩৩ সালে প্রকাশিত "তাসের দেশ" নাটকটি উৎসর্গ করেন।
৬. রবীন্দ্রনাথ ঠাকুর -এর ছড়াগ্ৰন্থের নাম "ছড়ার ছবি"(৩২ টি ছড়া সংবলিত,১৯৩৭ সালে বিশ্বভারতী গ্ৰন্থালয় থেকে প্রকাশিত),"খাপছাড়া"(রাজশেখর বসুকে উৎসর্গিত ।), "শিশু" (১৯০৩ সালে প্রকাশিত। 'গীতাঞ্জলি'তে তিনটি ছড়া সংকলিত।)"শিশু ভোলানাথ"(২৭ টি ছড়া সংবলিত ১৯২২ সালে প্রকাশিত)।
Comments :0