Durgapur Gang Pape

দুর্গাপুরে দলবদ্ধ ধর্ষণকান্ডে গ্রেপ্তার ৩

রাজ্য জেলা

দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার যে সহপাঠীর সঙ্গে ক্যাম্পাস থেকে বের হয়েছিলেন রাতের খাবারের জন্য। তাকেও আটক করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, সেই সময় পালিয়ে গেলেও পরে তরুণীকে হাসপাতালে ভর্তি করান ওই সঙ্গীই। যদিও ওই সঙ্গীর দাবির সত্যতা খতিয়ে দেখতে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
রবিবার সকালে ঘটনাস্থলে গিয়ে মোবাইল টাওয়ার লোকেশন খুঁজে বের করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে ধৃতেরা স্থানীয় বাসিন্দা। জানা গেছে এই ঘটনায় অভিযুক্ত পাঁচজন। বাকিদের খোঁজে পুলিশ তল্লাশি জারি রয়েছে। ড্রোন উড়িয়েও নজরদারি চালানো হচ্ছে। এদিন সকালে ঘটনাস্থলে পরিদর্শন করেন আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। তার আগে নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলেন আধিকারিকরা। ধৃতদের আজ দুর্গাপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। 
ওডিশার জলেশ্বর থেকে দুর্গাপুরে মেডিক্যাল পড়তে আসা মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে দলবেঁধে ধর্ষণ করা হয় কলেজের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে। নির্যাতিতার দাবি, তিনি সহপাঠীর সঙ্গে বাইরে খেতে গেছিলেন। অভিযোগ, ফেরার সময় তাঁর পথ আটকে, মোবাইল ফোন কেড়ে নিয়ে দলবেঁধে ধর্ষণ করা হয়। নির্যাতিতার মোবাইল ফোনটি এদিন উদ্ধার করেছে পুলিশ।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্ত এই প্রসঙ্গে এদিন বলেন, “তদন্ত চলছে। পুলিশের কাছে নতুন তথ্য এলে তা জানানো হবে।” একই সঙ্গে তিনি জানান, ‘‘বিষয়টি সংবেদনশীল। তাই সব দিক মাথায় রেখেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। তিনি আরও জানান, জঙ্গল থেকে মোবাইলের টাওয়ার লোকেশনের মাধ্যমে অভিযুক্তদের সন্ধান পাওয়া যায়। ঘটনায় যুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানান তিনি৷ পুলিশ এক আধিকারিক জানান, অভিযুক্তরা নির্যাতিতা কিংবা তাঁর সঙ্গীর পরিচিত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতরা হল অপু বাউরি, সেখ ফিরদৌস এবং শেখ রিয়াজউদ্দিন। আটক করা হয়েছে শেখ নাসিরুদ্দিন ওরফে সম্রাটকে।

Comments :0

Login to leave a comment