মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণকেই গুরুত্ব দিতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার অক্টোবরের দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।
দেশের মুদ্রানীতির নিয়ামক প্রতিষ্ঠানের অনুমান চলতি অর্থবর্ষ, ২০২৪-২৫, মূল্যবৃদ্ধির হার ৪.৫ শতাংশের মধ্যে রাখতে পারবে। প্রথম ত্রৈমাসিকে ৪.৩ শতাংশ, দ্বিতীয় ত্রিমাসিকে ৪.১ শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে ৪.৮ শতাংশ এবল চতুর্থ ত্রৈমাসিকে ৪.২ শতাংশ মূল্যবৃদ্ধির হার অনুমান করছে রিজার্ভ ব্যাঙ্ক।
দাস জানিয়েছেন মূল্যবৃদ্ধির অনুমান তাকায় অপরিবর্তিত রয়েছে রেপো রেট। ফেব্রুয়ারি ২০২৩ থেকে রেপো রেট ৬.৫ শতাংশেই রয়েছে।
জিনিসের নিয়ন্ত্রণের সপক্ষে যদিও দু’টি অনুমান হিসেবে রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। এক, খরিফ মরশুমের ফলন ভালো হবে। দুই্য রবি মরশুমে চাষের এলাকা কমবে না বা উৎপাদন মার খাবে না।
দাস যদিও আশঙ্কার কথা শুনিয়ে রেখেছেন। তিনি বলেছেন যে প্রাকৃতিক বিপর্যয় এবং বিশ্ব রাজনীতিতে বিরূপ পরিবর্তন দেখা গেলে জিনিসের দাম অনুমান ছাড়িয়ে যেতে পারে।
ক্রেতা মূল্য সূচক বা আমজনতার প্রতিদিনের কেনাকটার বাজারে দামের নিরিখে মূল্যবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করেছে রিজার্ভ ব্যাঙ্ক। সেই সঙ্গে দাস জানিয়েছেন যে সেপ্টেম্বরের ক্রেতা মূল্য সূচক বের হলে বড় অঙ্কে দামের বৃদ্ধি দেখা যেতে পারে।
তাঁর ব্যাখ্যা, পেঁয়াজ, আলু এবং চানা ডালের উৎপাদন কমে গিয়েছে। তার প্রভাব পড়তে পারে সেপ্টেম্বরের দাম সূচকে। তাছাড়াও গতবারের সেপ্টেম্বরে দামস্তর নিচে ছিল। ফলে এবারের বৃদ্ধি অঙ্কের হিসেবে বেড়ে দাঁড়াতে পারে অনেকটাই।
RBI MONETARY POLICY
মুদ্রানীতি রিপোর্টে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে জোর রিজার্ভ ব্যাঙ্কের
×
Comments :0