RG KAR PARENTS

সারা দেশে ফের তুলুন বিচারের দাবি: বার্তা ‘অভয়া’-র বাবা, মায়ের

রাজ্য

বিচারের জন্য সারা দেশে আওয়াজ তুলুন ফের। ভিডিও বার্তায় এই আবেদন জানালেন আরজি কর হাসাপাতলে নিহত চিকিৎসক-ছাত্রীর বাবা এবং মা।
কলকাতা হাইকোর্টের রায়ে বিচারের ভার পেয়েছিল সিবিআই। কিন্তু বিচার মেলেনি। সেই যন্ত্রণা জানিয়েছেন অভয়া’-র অভিভাবকরা।  
নিহত চিকিৎসক ছাত্রীর বাবা হিন্দিতে বলেছেন, ‘‘বিচারের জন্য আদালতে আবেদন জানিয়েছিলাম, দক্ষ তদন্ত সংস্থা চেয়েছিলাম। কিন্তু চার মাসেও কিছু হয়নি।’’ তিনি বলেছেন, ‘‘প্রতি দিন, প্রতি মুহূর্ত খুবই যন্ত্রণা নিয়ে চলছি।’’
৯ আগস্ট রাতে ডিউটিতে থাকা অবস্থায় নিহত হন চিকিৎসক-ছাত্রী। হাসাপাতালে বক্ষ বিভাগের সেমিনার রুমে মেলে তাঁর দেহ। বারবারই রাজ্য সরকারকে দেখা গিয়েছে তদন্ত আড়ালে ভূমিকা নিতে। তার বিরুদ্ধে সরব থেকেছেন আন্দোলনরত চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, নাগরিকরা।   
‘অভয়া’-র বাবা বলেছেন, ‘‘আমাদের মেয়ে এতদিন লড়াই করে অনেকদূর এগিয়েছিল। দুষ্কৃতীরা সব স্বপ্ন শেষ করে দিয়েছে ৯ আগস্ট। ওর সঙ্গে আমরাও এত দূর এসেছিলাম। সব কিছু শেষ করে দিয়েছে।’’
তিনি বলেছেন, ‘‘তবু বিচার মেলেনি। বিচরের জন্য সারা দশের মানুষের কাছে আবেদন, সঙ্গে থাকুন। আবার সারা দেশে আওয়াজ তুলুন বিচারের।’’ 
আরজি কর কাণ্ডের পর তুমুল প্রতিবাদের জেরে মেডিক্যাল কাউন্সিল থেকে বাদ পড়েছিলেন অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাসরা। এ সপ্তাহে মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে যোগ দেন অভীক। তার বিরুদ্ধে বিক্ষোভ দেখান চিকিৎসক, নাগরিকরা। 
শুক্রবার, ৬ ডিসেম্বর, স্বাস্থ্য ভবন অভিযানে যাচ্ছেন জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা।

Comments :0

Login to leave a comment