SFI- DYFI- AIDWA

নদীয়ায় নিহত ছাত্রীর বাড়িতে ছাত্র যুব মহিলারা

রাজ্য জেলা

তাহেরপুর থানা এলাকার কালীনারায়ণপুর-পাহাড়পুর পঞ্চায়েতের শ্যামনগর গ্রামে গত শুক্রবার রাতে দশম শ্রেণির ছাত্রী অনুষ্কা মন্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত বৃহস্পতিবার নদীয়া জেলার তাহেরপুরে বাড়িতে ঢুকে ষাটোর্ধ্ব মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনার খবর জানাজানি হতেই ওই রাতেই এলাকার মানুষ বিচার চেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। রানাঘাট-কৃষ্ণনগর রাজ্য সড়কে অবরোধ ও বিক্ষোভ হয়। পুলিশ এসে অবরোধ তোলে। রবিবার নিহতদের পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে সাক্ষাৎ করলেন ছাত্র যুব মহিলা নেতৃত্বরা। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা দশম শ্রেণির ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করে বলেন, গোটা রাজ্যের ছাত্র যুব মহিলারা রয়েছেন আপনাদের পাশে। আমরা শপথ করে বলছি আপনার মেয়েকে যারা খুন করেছে যতোক্ষণ না প্রর্যন্ত দোষীদের শাস্তি দিতে পারব ততক্ষণ ছাত্র যুব মহিলার রাস্তায় দাঁড়িয়ে লড়াই করবো। শুধু আপনার আমাদের পাশে থাকবেন।
তাহেরপুর থানা এলাকার কালীনারায়ণপুর-পাহাড়পুর পঞ্চায়েতের শ্যামনগর গ্রামে গত শুক্রবার রাতে দশম শ্রেণির ছাত্রী অনুষ্কা মন্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও তাহেরপুরে ষাটোর্ধ্ব মহিলাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। ওইদিন রাতে মহিলার চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে গিয়েছিলেন। দেখা যায়, ঘরের দরজা খোলা, জিনিসপত্র লণ্ডভণ্ড। বিবস্ত্র এবং রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই মহিলা। প্রতিবেশীরা দ্রুত তাঁকে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, অনেক আগেই তিনি মারা গিয়েছেন। মৃতার পরিবার সূত্রে খবর, পুজোয় জিনিসপত্র কেনার জন্য গত বুধবার ব্যাঙ্ক থেকে কিছু টাকা তুলে এনেছিলেন মহিলা। ওই দিন রাতে বাড়িতে একাই ছিলেন তিনি। ওই সুযোগে বাড়িতে চুরি করতে ঢোকে দুষ্কৃতীরা। চুরি আটকাতে গেলে অভিযুক্তেরা মহিলার উপর চড়াও হয়। অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ মারা হয় তাঁকে।
এদিন সকালে ডিওয়াইএফআই, এসএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃত্ব মৃত দশম শ্রেণির ছাত্রীর বাড়ি এবং মৃত মহিলার বাড়িতে যান। উভয় পরিবারের সঙ্গে কথা বলেন। ছিলেন, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা, সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য অলোকেশ দাস, মহিলা সমিতির রাজ্য নেতৃত্ব সোমা দাস, ডিওয়াইএফআই রাজ্য সভাপতি  অয়নাংশু সরকার প্রমূখ।

Comments :0

Login to leave a comment