জমজমাট হয়ে উঠেছে এইবারের আইপিএল । সাপ লুডোর লিগ টেবিলে বর্তমানে শীর্ষে জায়গা করে নিয়েছে বিরাটের বেঙ্গালুরু। গতকাল লখনৌকে হারিয়ে ১৫পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পাঞ্জাব। প্লে অফে জায়গা করে নিতে পিছন থেকে ধেয়ে আসছে কলকাতা ও দিল্লি। সোমবার টেবিলে নিজেদের আরো ভালো জায়গায় নিয়ে যেতে হায়দরাবাদকে হারাতেই হবে অক্ষর , রাহুলদের দিল্লিকে। গতবারের রানার্স আপ কামিংসের সানরাইজার্স হায়দরাবাদ বর্তমানে রয়েছে নবম স্থানে। তাদের সংগ্রহ মাত্র ৬পয়েন্ট। গতবারের ফর্মের ধরে কাছে নেই তারা। সোমবার তাই হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে দিল্লিকে হারিয়েই হৃত সম্মান পুনরুদ্ধারের চেষ্টায় ' অরেঞ্জ আর্মি '। সোমবারের লড়াই মূলত হবে দিল্লির বোলিং বনাম হায়দরাবাদের ব্যাটিংয়ের। দিলির স্টার্ক , কুলদীপদের বলের অগ্নিবাণ রুখতে হায়দরাবাদের ট্রাভিস হেড , ক্লাসেন , অভিষকেদের যথেষ্টই কাঠখড় পোড়াতে হবে। মুখোমুখি লড়াইয়ে পাল্লা কিছুটা ভারী দিল্লির । ২৫বারের ,মধ্যে ১৩বার জিতেছে দিল্লি এবং ১২বার হায়দরাবাদ। তাই সোমবার দিল্লির লক্ষ্য থাকবে জয়ের ব্যবধান আরো বাড়িয়ে নিয়ে প্লে অফের দিকে এগিয়ে যাওয়ার। অন্যদিকে ঘরের মাঠে বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক চেষ্টা করবেন নিজের নামের প্রতি সুবিচার করতে।
indian premier league
আইপিএলে হায়দরাবাদ বনাম দিল্লি

×
Comments :0