SSC

এখনও ঠিক হয়নি এসএসসির ওয়েবসাইট

রাজ্য

১৬ ঘন্টা পার এখনও পর্যন্ত ঠিক হয়নি এসএসসি’র ওয়েব সাইট। যার ফলে এসএসসির দ্বাদশ এবং একাদশের পরীক্ষার্থীরা দেখতে পারছেন না তাদের ফলাফল। গতকাল সন্ধ্যায় প্রকাশিত হয় এসএসসির ফলাফল। ফলাফল প্রকাশের কিছু সময়ের পর থেকেই ক্র্যাশ হয়ে যায় এসএসসির মূল ওয়েবসাইট। পরিস্থিতি সামাল দিতে দুটি ওয়েবসাইট চালু করে এসএসসি কিন্তু সেই ওয়েবসাইট গুলোতেও সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে মূল ওয়েবসাইট কবে ঠিক হবে তা জানাতে পারেনি এসএসসি।
মূল ওয়েবসাইট  www.westbengalssc.com ও www.wbsschelpdesk.com- দুটি ওয়েবসাইটই খোলা যাচ্ছে না।  
প্রায় ৯ বছর পর রাজ্যে এসএসসি পরীক্ষা হয় চলতি বছর সেপ্টেম্বর মাসে। ২০১১ সালে আগে যা প্রতিবছর হতো এবং সেই সময়ের নিয়োগ নিয়ে কোন দুর্নীতির অভিযোগ সামনে আসেনি।
নবম-দশম ও একাদশ-দ্বাদশ মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৫ লক্ষ ২৫ হাজার। এর মধ্যে নবম-দশমে ২৩ হাজার ২১২টি পদে নিয়োগ হবে। একাদশ-দ্বাদশে সেই সংখ্যা অর্ধেক।

Comments :0

Login to leave a comment