এশিয়াডের প্রস্তুতি নিতে তামিলনাডুতে আসুন।
রবিবার এই মর্মে মণিপুরের ক্রীড়াবিদদের বার্তা দিলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ডিএমকে সরকারের মুখ্যমন্ত্রী বিবৃতিতে বললেন, ‘‘সামনে রয়েছে ‘খেলো ইন্ডিয়া’, ‘এশিয়ান গেমস’-র মতো প্রতিযোগিতা। মণিপুর জ্বলছে হিংসায়। ক্রীড়াবিদদের প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকার সম্ভাবনা কম।’’
স্ট্যালিন জানিয়েছেন, রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর আধুনিক সরঞ্জামের ব্যবস্থা রেখেছে। আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার ব্যবস্থা মিলবে তামিলনাডুতে।’’
২০২৪’র জাতীয় স্তরের প্রতিযোগিতা ‘খেলো ইন্ডিয়া’ হবে তামিলনাডুতেই। তামিলনাডুর ক্রীড়ামন্ত্রী উদয়নিধি স্ট্যালিন সব রকম ব্যবস্থা তৈরি রাখার আশ্বাস দিয়েছেন।
মুখ্যমন্ত্রী স্ট্যালিন বলেছেন, ‘‘দেশকে একাধিক চ্যাম্পিয়ন উপহার দিয়েছে মণিপুর। বিশেষ করে এ রাজ্যের মহিলা ক্রীড়াবিদরা সারা বিশ্বের নজর কেড়েছেন। মণিপুরে আজকে যেভাবে হিংসা চলছে তা যথেষ্ট উদ্বেগের। গভীর ক্ষোভও রয়েছে সারা দেশে।’’
তামিলনাডুতে গিয়ে প্রশিক্ষণ নিতে ইচ্ছুক মণিপুরের ক্রীড়াবিদদের জন্য হেল্পলাইন নম্বরও দিয়েছেন স্ট্যালিন। দেওয়া হয়েছে যোগাযোগের ই-মেল আইডি।
বক্সিংয়ে মেরি কম, সরিতা দেবী, ভারত্তোলনে কুঞ্জরাণী দেবী, মীরাবাই চানু, সঞ্জিতা চানুরা সবাই মণিপুরের। বিভিন্ন বিভাগেই দক্ষ ক্রীড়াবিদ রয়েছে নতুন প্রজন্মেরও।
গত ৩ মে থেকে অবিরাম হিংসা চলছে মণিপুরে। রাজ্যে বিজেপি’র সরকারের বিরুদ্ধে প্রবল অভিযোগ, হিংসা থামানোর কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সংখ্যাগুরু মেইতেই জনগোষ্ঠীর সঙ্গে আদিবাসী কুকিদের সংঘর্ষে রক্তাক্ত হচ্ছে মণিপুর। গত সপ্তাহে ছড়িয়ে পড়ে দুই কুকি মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর ভিডিও। সারা দেশে ক্ষোভ তীব্র। ঘটনা ৪ মে’র, ১৮ মে পুলিশে অভিযোগও দায়ের হয়েছে। কিন্তু ভিডিও সামনে আসার আগে কোনও ব্যবস্থা নেয়নি রাজ্য সরকার। রাজ্য এবং দেশের বিভিন্ন অংশ মণিপুরের পরিস্থিতির জন্য দায়ী করছে কেন্দ্রীয় সরকারকেও।
Comments :0