Kalinga Super Cup

সুপার কাপে মহামেডান

খেলা

Kalinga Super Cup ছবি সৌজন্য - ইন্ডিয়ান ফুটবল টিম অফিসিয়াল ফেসবুক পেজ

বৃহস্পতিবার সুপার কাপের দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে কলিঙ্গ স্টেডিয়ামে নর্থইস্টের মুখোমুখি হবে মহামেডান। খেলা শুরু বিকেল ৪:৩০থেকে। বিনোয়োগকারী সংস্থার সঙ্গে বিবাদে শুধুমাত্র একজন বিদেশী মার্ককেই দলের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে। রবি হাঁসদা , মনবীরদের কাছে সুযোগ থাকবে নিজেদের প্রমান করবার। আইএসএলে লাস্ট বয় মহামেডান স্পোর্টিং। বাংলার তৃতীয় প্রধানের কাছে তাই এই প্রতিযোগিতা হৃত সন্মান পুনরুদ্ধারের লড়াই । অন্যদিকে জুয়ান পেদ্রোর নর্থইস্ট মরশুমের শুরুতেই ডুরান্ড জিতেছিল। জায়গা করে নিয়েছিল আইএসএলের শেষ ছয়েও ফলে এই প্রতিযোগিতা জিতে ACL 2 এর প্লেঅফের টিকিট পেতে চায় সোনার বল ও বুটজয়ী আলাদিনের নর্থইস্ট ইউনাইটেড। অন্য ম্যাচে রাত ৮টায় নামবে জামশেদপুর ও হায়দরাবাদ।  

 

Comments :0

Login to leave a comment