পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় এজেন্সি লুকোচুরি খেলছে। কিছু আইনজীবীর পকেট ভরছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলা সংক্রান্ত এক প্রশ্নে একথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
সেলিম প্রশ্ন তোলেন কেন সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি আরজি কর মামলা স্বতঃপ্রণোদিত হয়ে সুপ্রিম কোর্টের হাতে নিলেন। তিনি বলেন, আদালত লম্বা সময় নিচ্ছে, আন্দোলনেও চাই লম্বা পদক্ষেপ। উল্লেখ্য, মঙ্গলবার শুনানি ছিল শীর্ষ আদালতে। পরবর্তী শুনানি পিছিয়ে ১৭ মার্চ করেছে আদালত।
সেলিম বলেন, কেউ তো সুপ্রিম কোর্টের আবেদন জানায়নি। কলকাতা হাইকোর্টে বিচার চলছিল। তা’হলে তৎকালীন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে নিলেন কেন?’’
তিনি বলেন, ‘‘যখন আন্দোলন তীব্র ছিল তখন আদালতে ঘন ঘন শুনানির তারিখ পড়ছিল। আন্দোলনের তীব্রতা কমেছে, এখন তিন মাস পর তারিখ পড়ছে। আদালতের অবমাননা হওয়ায় সম্ভাবনা থাকলেও একথা বলতে হচ্ছে যে এরপর ২০২৬’র রাজ্য বিধানসভা নির্বাচনের পর পিছিয়ে যেতে পারে শুনানির তারিখ।’’
এদিন আদালতে সিবিআই’র পক্ষে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন যে রাজ্য সরকারের অনুমতি পাওয়া যায়নি বলে আরজি কর মামলায় দুর্নীতির তদন্তে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চারজশিট দায়ের করা যায়নি। আবার রাজ্যের পক্ষে কপিল সিবাল নোটিস না পাওয়ার যুক্তি দিয়েছেন। এ সংক্রান্ত এক প্রশ্নে তৃণমূল এবং বিজেপি’র লুকোচুরি খেলার অভিযোগ তুলেছেন সেলিম।
সেলিম বলেন, ‘‘শুনানির তারিখ পিছাচ্ছে। নিহত চিকিৎসকের বাবা-মা বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন। আন্দোলনরত চিকিৎসক, আন্দোলনের সব অংশ চাইছে দ্রুত বিচার হোক।’’
সেলিম বলেন, ‘‘শুনানির তারিখে লম্বা লম্বা ফাঁক থাকলে আমাদের লম্বা লম্বা পা ফেলে রাস্তায় নামতে হবে। বিচার কেবল চেয়ে পাওয়াযায় না, ছিনিয়ে নিতে হয়।’’
এদিন আগামী বছরের ১৭ মার্চ পরবর্তী শুনানির দিন দিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জীব কুমারের বেঞ্চ।
কলকাতায় মুজফ্ফর আহমদ ভবনে এদিন সাংবাদিক সম্মেলন করেন সেলিম।
MD SALIM on RG KAR
আরজিকর শুনানি নিয়ে সেলিম: আদালত লম্বা সময় নিচ্ছে, আন্দোলনেও চাই লম্বা পদক্ষেপ
×
Comments :0