উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে প্রাকৃতিক দুর্যোগে শতাধিক মানুষের মৃত্যুতে শোক জানালো সিপিআই(এম) পলিট ব্যুরো।
গত সোমবার পলিট ব্যুরো বৈঠকের পর মঙ্গলবার বিবৃতি দিয়েছে পলিট ব্যুরো। জানানো হয়েছে যে উপরাষ্ট্রপতি নির্বাচনে ‘ইন্ডিয়া’ মঞ্চের বিচারপতি বি সুদর্শন রেড্ডির পক্ষে অন্য বিরোধী দলগুলির সঙ্গে সমন্বয় রাখবে সিপিআই(এম)। উল্লেখ্য, এদিনই সুদর্শন রেড্ডিকে প্রার্থী করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
বিবৃতি দাবি করা হয়েছে আমেরিকার শুল্ক শাসানির সামনে মাথা নোয়ানো যাবে না। বরং, বহুপাক্ষিক আন্তর্জাতিক সম্পর্ক শক্তিশালী করার পক্ষে ভূমিকা নিতে হবে ভারতকে। উল্লেখ্য, এদিন চীনের সফররত বিদেশ মন্ত্রী ওয়াঙ ই দিল্লিতে মোদীর সঙ্গে দেখা করেছেন।
স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী আরএসএস’র প্রশংসা করেন লালকেল্লার মঞ্চে। এই বক্তব্যের সমালোচনা করে পলিট ব্যুরো বলেছে নরেন্দ্র মোদী সেই আরএসএস’র ভূমিকাকে যুক্তিসঙ্গত করে তোলার চেষ্টা করছেন যারা স্বাধীনতা সংগ্রামে ভূমিকাই নেয়নি।
এই ভাষণে মোদী অনুপ্রবেশের বিপদ নিয়ে বলার পাশাপাশি ‘জনবিন্যাস মিশন’ গঠনের ঘোষণা করেন। পলিট ব্যুরো বলেছে, এই কর্মসূচি মুসলিম সংখ্যালঘুদের নির্দিষ্ট লক্ষ্যবস্তু বানিয়ে হেনস্তার উদ্দেশ্যে চালানো হবে। মুসলিমদের অনুপ্রবেশকারী হিসেবে দেখানোর চেষ্টা হবে। আরএসএস সব মুসলিমকেই অনুপ্রবেশকারী মনে করে। মুসলিমদের দেশের বাইরে পাঠানোর প্রচার করে। এই কর্মসূচি সেই প্রচারকেই বাস্তবায়িত করার জন্য। প্রধানমন্ত্রী দিওয়ালিতে জিএসটি’র হার কমানোর ঘোষণা করেছেন। পলিট ব্যুরো বলেছে, সরকারকে নিশ্চিত করতে হবে যে এই হ্রাসে, কর্পোরেট নয়, জনগণ যাতে উপকৃত হয়।
এসআইআর এবং নির্বাচন কমিশন সম্পর্কে পলিট ব্যুরো বলেছে, গোড়া থেকেই বিহারের এই প্রক্রিয়া বতর্কের মুখে পড়েছে। রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনা ছাড়াই এই নির্দেশিকা ২৪ জুন জারি করে কমিশন। ভোটার তালিকা সংশোধনে এ ধরনের কাজে প্রয়োজনীয় সময় দরকার থাকে।
পলিট ব্যুরো বলেছে, প্রথম থেকেই নির্বাচন কমিশনের দায়িত্ব সকলের ভোটাধিকার সুনিশ্চিত করা। সংবিধানের ৩২৬ দারা অনুযায়ী ভোটার তালিকা প্রকাশের দায়িত্ব বরাবর নির্বাচন কমিশনেরই থেকেছে। কিন্তু এসআইআর-এ বলা হয় যে প্রতি বাড়ি ঘুরে নাম তোলা হবে। তার সঙ্গে লিখিত আবেদন নেওয়া হবে। ১১টি নথি প্রকাশ করে বলা হয় ভোটার তালিকায় নাম তোলার জন্য তার কোনও একটি দিতে হবে। এর কোনোটিই বিহারে যথেষ্ট ব্যবহৃত নয়। বাস্তবে এই প্রক্রিয়া নাম বাদ দেওয়ার জন্য ব্যবহার হয়েছে। কারণ নথি নেই এমন বাসিন্দাকে নাগরিক নয় বিবেচনা করে বাদ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে প্রক্রিয়ায়। এই প্রক্রিয়াটি সংবিধানের ৩২৬ ধারার বিরোধী। বিরোধী দলগুলি একজোটে কমিশনের সঙ্গে দেখা করে সমস্যা জানালেও তা খারিজ করা হয়।
পলিট ব্যুরো বলেছে, বিশদ শুনানির পর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে নাম বাদ পড়েছে এমন ৬৫ লক্ষের তালিকা কমিশনকে প্রকাশ করতে হবে। নাম বাদের কারণও জানাতে হবে। বিশেষজ্ঞদের অনেকেই জানিয়েছেন যে নাম বাদ গিয়েছেমুখ্যত মহিলা, সংখ্যালঘু এবং গরিব মানুষের। বিহারে তুমুল ক্ষোভ রয়েছে। সব বিরোধী দল একযোগে বিরোধিতা করছে। নিরপেক্ষতা বিসর্জন দিয়ে নির্বাচন কমিশন আরএসএস’র কর্মসূচি রূপায়ন করছে যার কথা মোদী স্বাধীনতা দিবসের ভাষণে বলেছেন।
পলিট ব্যুরো বলেছে, সংবিধান অনুযায়ী স্বাধীন ভূমিকা পালনের কথা নির্বাচন কমিশনের। কিন্তু লোকসভা ভোটে বেঙ্গালুরুর একটি বিধানসভা কেন্দ্রে ব্যাপক মাত্রায় ‘ভোট চুরি’-র ব্যাখ্যা দিতে নারাজ কমিশনের ভূমিকা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কমিশনেরই নথির ভিত্তিতে এই গরমিল দেখানো হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার এই সব অভিযোগের জবাবে প্রকাশ্যে অসত্য বলছেন। প্রমাণ হয়ে যাচ্ছে যে বিজেপি’র পক্ষে সুবিধাজনক অবস্থান নিয়ে চলছে কমিশন।
পাশাপাশি মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে উচ্চ আদালতে আবেদন জানানোর দাবি করা হয়েছে। জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে গণজমায়েতের আহ্বান জানানো হয়েছে।
Polit Bureau
বিজেপি’র সুবিধা করতে নেমেছে নির্বাচন কমিশন, ক্ষোভ পলিট ব্যুরোর

×
Comments :0