সরকারি কলেজে ভর্তি প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবি এবং জয়েন্টের ফল প্রকাশের দাবিতে আগামীকাল বিকাশ ভবন অভিযানের ডাক দিলো এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘রাজ্যের কলেজ গুলোয় এখনও পর্যন্ত কোন ভর্তি প্রক্রিয়া শেষ হলো না। বিপুল আসন খালি। সরকারের কোন হেল দোল নেই। সরকারি শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিচ্ছে। সরকারি কলেজে আসন খালি, বেসরকারি কলেজে লোকে বাধ্য হচ্ছে ভর্তি হতে, কবে থেকে ক্লাস শুরু হবে তার কোন দীশা নেই।’’
রাজ্যের মোট কলেজের আসন সংখ্যা ৯.৫ লক্ষ। তার মধ্যে ভর্তি হয়েছে মাত্র ৩.৫ লক্ষ। বৃহস্পতিবার এমনই দাবি করা হলো এসএফআইয়ের পক্ষ থেকে। এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘‘এসএফআই এই সামাজিক সঙ্কটকে চিহ্নিত করে এসেছে, বলেছে সরকার সরকারি শিক্ষা ব্যবস্থা এবং লেখা পড়ার গুরুত্বকে শেষ করে দিচ্ছে তৃণমূল সরকার। তার প্রমাণ এই বছরের কলেজের ভর্তি প্রক্রিয়া। উচ্চ মাধ্যমিক পরীক্ষার একমাস পর ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। কলেজে কলেজে আসন খালি। মাত্র ৩.৫ লক্ষ ছেলে মেয়ে ফর্ম ফিলাপ করেছে।’’
গত বছরও রাজ্যের একাধিক কলেজে আসন খালি থেকেছে। সেই প্রসঙ্গ টেনে এসএফআই রাজ্য সম্পাদক বলেন, ‘‘গত বছর প্রায় চার লক্ষ আসন খালি ছিল। সরকারি উচ্চশিক্ষা কেন্দ্রকে প্রায় তুলে দেওয়া হচ্ছে। বেসরকারি কলেজে গুলোকে সুবিধা করে দেওয়া হচ্ছে। বাধ্য করা হচ্ছে সেখানে ভর্তি হওয়ার জন্য। যার টাকা আছে তারা সেখানে যাচ্ছে। কিন্তু যাদের পক্ষে এই বিপুল টাকা খরচ করা সম্ভব হচ্ছে না তারা পরিযায়ী হচ্ছেন। অনেকে লেখা পড়া ছেড়ে দিচ্ছে। ড্রপ আউট বাড়ছে প্রতি বছর। রাজ্য সরকার এই নিয়ে কোন ভূমিকা পালন করছে না। বামপন্থী ছাত্র সংগঠন গুলো এই নিয়ে কথা বলতে গেলে কোন কথা বলা হয়নি।’’
SFI
আগামীকাল এসএফআইয়ের বিকাশ ভবন অভিযান

×
Comments :0