Partha Chatterjee

কেন্দ্রীয় এজেন্সির ব্যার্থতায় জামিন পেলেন পার্থ চ্যাটার্জি

জাতীয় রাজ্য

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। এদিন নিয়োগ দুর্নীতি কান্ডে সিবিআই’এর মামলায় জামিন পেয়েছেন তিনি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেও জেল মুক্তি ঘটছে না পার্থ চ্যাটার্জির। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কান্ডে জামিন পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী। এর আগে ইডি’র করা মামলা থেকে জামিন পেয়েছেন পার্থ সহ একাধিক অভিযুক্ত। ২০২২ সালের ২২ জুলাই পার্থ চ্যাটার্জির বাড়ি এবং তার বান্ধবীর বাড়ির তল্লাসি করে উদ্ধার হয় কয়েক কোটি টাকা এবং সোনা। তারপর থেকে জেলে পার্থ। এই মামলায় বার বার সিবিআই এবং ইডি’র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। কেন অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট প্রমান তারা আদালতের সামনে রাখতে পারছে না। এর আগে দেখা গিয়েছে এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের অনেকে জামিন পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার ব্যার্থতার জন্য। 
পার্থর জামিন প্রসঙ্গে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিছু শর্ত দেওয়া হয়েছে। আদালতের পক্ষ থেকে বলা হয়েছে তাকে পাসপোর্ট জমা রাখতে হবে, নিয়মিত হাজিরা দিতে হবে, তিনি কোনওভাবেই এলাকা ছেড়ে যেতে পারবেন না।

Comments :0

Login to leave a comment