ভারী বৃষ্টিতে ফের নাজেহাল হলো মুম্বাই। যানবাহন চলাচল ব্যাহত হয় জলের জেরে। বৃহণ্মৃম্বাই কর্পোরেশন এবং মুম্বাই পুলিশ জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের বাড়ির বাইরে না বেরনোর আবেদন জানিয়েছে।
আবহাওয়া দপ্তর আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বৃষ্টির জেরে বিমানযাত্রীদের জন্য সতর্কবার্তা দিয়েছে বিভিন্ন বিমান পরিবহণ সংস্থা। সময়ের আগে বেরতে বলা হয়েছে।
মুম্বাইয়ের বহু এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। পরিস্থিতির জেরে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
বৃষ্টিতে মুম্বাই বিভিন্ন সময়েই ভেসেছে। বস্তুত বিভিন্ন বড় শহরে কংক্রিটের কাঠামো যেমন বাড়ছে, তেমনই বাড়ছে জলনিকাশির সমস্যা। কোনও কোনও রাস্তায় জমা জলে আটকে গিয়েছে চারচাকার গাড়ি।
সোশাল মিডিয়ায় পোস্টেরও বন্যা মুম্বাইয়ের জল জমা নিয়ে। একটি বাইক টেনে নিয়ে চলেছেন এক বাসিন্দা। আর লেখা রয়েছে যে এই দক্ষিণ মুম্বাইয়ে লোকে ফ্ল্যাট কেনে ১৫-২০ কোটি টাকায়। কিছু পোস্টে দেখা গিয়েছে যে স্কুলবাস আটকে রয়েছে জলে। গান্ধী মার্কেট এলাকায় মাতুঙ্গা থানার পুলিশ ছাত্রছাত্রীদের সরিয়ে নিয়েছে।
Mumbai Rain
বৃষ্টিতে ফের নাজেহাল মুম্বাই

×
Comments :0