অয়ন্তিকা নাথ
২০২৪ সালের ৮ অক্টোবর ধর্মতলায় আর জি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকরা অনশন ও প্রতিবাদ কর্মসূচি করেছিলেন। ১১ মাসের পুরনো সেই কর্মসূচিকে কেন্দ্র করে জিজ্ঞাসাবাদের জন্য জুনিয়র চিকিৎসকদের দফায় দফায় তলব করা হচ্ছে বৌবাজার থানা এবং হেয়ার স্ট্রিট থানায়। পরীক্ষা চলাকালীন কোনও কারণ না দেখিয়েই ১১ মাস পুরনো এক কর্মসূচিকে কেন্দ্র করে কেবল জিজ্ঞাসাবাদের অজুহাতে হেনস্তার অভিযোগে সোমবার বৌবাজার থানা এবং হেয়ার স্ট্রিট থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল অভয়া মঞ্চ এবং জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্যরা। এদিন জুনিয়র চিকিৎসক ঋতব্রত ঘোষ এবং অনুষ্টুপ মুখার্জিকে বৌবাজার থানা এবং হেয়ার স্ট্রিট থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। অভয়া মঞ্চের অন্যতম আহ্বায়ক ডাঃ তমোনাশ চৌধুরী এই প্রসঙ্গে বলেন, "কেবলমাত্র প্রতিবাদীদের কন্ঠরোধ করার জন্যই এই হেনস্তা। এই রাজ্যে ধর্ষক, দুর্নীতিবাজরা সদর্পে ঘুরে বেড়ায়। অথচ ১১ মাস আগের এক জঘন্যতম অপরাধের প্রতিবাদে আমাদের জুনিয়র চিকিৎসকরা শান্তিপূর্ণভাবে অনশন কর্মসূচি পালন করেছিল। সেই কর্মসূচিতে কে জল দিয়েছিল? কে বাঁশ বেধেছিল? এই সমস্ত অপ্রাসঙ্গিক বিষয়কে কেন্দ্র করে এখন পুলিশি তলব করা হচ্ছে। রাজ্যজুড়ে আইনের শাসন চলছে না শাসকের আইন চলছে।"
আগস্ট মাসের ১৮, ১৯, ২০, ২৫ এবং ২৭ তারিখে বিভিন্ন জুনিয়র চিকিৎসককে দফায় দফায় পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য বৌবাজার থানা ও হেয়ার স্ট্রিট থানা থেকে ডাকা হয়েছে। এই ৫ দিনই পুলিশি হেনস্তার বিরূদ্ধে এবং অভয়ার ন্যায়বিচারের দাবিতে ঘেরাও কর্মসূভি চলবে বলে জানানো হয় অভয়া মঞ্চ ও জেডিএফ’র তরফে।
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের তরফে ডাঃ উৎপল ব্যানার্জি এদিন বলেন, "আরজি করে ঘটনার পর অন্তত ১০০’র বেশি বাংলার মেয়ের ওপর অত্যাচার নেমে এসেছে। অথচ আমরা দেখছি দুষ্কৃতি ও ধর্ষকদের শাস্তি দেওয়ার থেকে প্রশাসনের বেশি উৎসাহ যারা বিচারের দাবিতে আন্দোলন করছে তাঁদের হেনস্তা করা। এক বছর ধরে মানুষ রাস্তায় আছেন।"
তিনি আরও বলেন, "মানুষ যেমন অভয়া থেকে, কসবা হয়ে সম্প্রতি সিঙ্গুর, একটা ঘটনাও ভুলবে না। আর যতক্ষণ না বিচার মিলছে ততক্ষণ আন্দোলনও থামবে না।"
এদিনের কর্মসূচিতে অভয়া মঞ্চ ও জয়েন্ট প্ল্যাটফর্মের তরফে উপস্থিত ছিলেন ডাঃ পুণ্যব্রত গুণ, ডাঃ উৎপল ব্যানার্জি, ডাঃ তমোনাশ চৌধুরী, ডাঃ হীরালালা কোণার এবং জেডিএফ’র তরফে উপস্থিত ছিলেন ডাঃ আসফাকুল্লা নাইয়া,ডাঃ অনিকেত মাহাতো সহ প্রমুখ। অভয়ার মা বাবাও উপস্থিত ছিলেন।
Abhaya mancho
জিজ্ঞাসাবাদের অজুহাতে হেনস্তা জুনিয়ার চিকিৎসকদের, টানা বিক্ষোভের ডাক অভয়া মঞ্চের

×
Comments :0